Mohan Bhagwat

করোনায় আক্রান্ত আরএসএস প্রধান মোহন ভাগবত, তবে অবস্থা স্থিতিশীল

কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ০০:৩৮
Share:

ফাইল চিত্র।

করোনায় আক্রান্ত হলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তাঁকে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে আরএসএস-এর তরফে শুক্রবার রাতে টুইট করে জানানো হয়েছে।

Advertisement

ওই টুইটে বলা হয়েছে, কোভিডের সাধারণ উপসর্গ রয়েছে ভাগবতের। তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

৭ মার্চ কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ভাগবত। ওই একই দিনে টিকা নিয়েছিলেন আরএসএস-এর প্রাক্তন সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশীও। নাগপুরের ক্যানসার ইনস্টিটিউট থেকে কোভিড টিকার প্রথম ডোজ নেন তাঁরা। শুক্রবার রাতে জানা যায়, মোহন করোনা আক্রান্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement