GST

৮৩১ কোটি টাকার জিএসটি ফাঁকি দিল্লির গুটখা সংস্থার

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির বুধবিহার এলাকায় অভিযান চালান জিএসটি বিভাগের আধিকারিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৮:০৮
Share:

দিল্লির বুধ বিহার এলাকার ওই কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গুটখা। ছবি: টুইটার থেকে

Advertisement

সংস্থার নিবন্ধীকরণ না করে কোটি কোটি টাকার পণ্য পরিষেবা কর (জিএসটি) ফাঁকি দিচ্ছিল একটি গুটখা প্রস্তুতকারক সংস্থা। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার অভিযান চালিয়ে সংস্থাটির মালিককে গ্রেফতার করেছেন জিএসটি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ গুটখা।

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির বুধবিহার এলাকায় অভিযান চালান জিএসটি বিভাগের আধিকারিকরা। সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রচুর গুটখা এবং তামাকজাত পণ্য। সেই সঙ্গে সংস্থাটির যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

দিল্লির জিএসটি কমিশনার শুভাগতা কুমারের দাবি, নিবন্ধীকরণ না করিয়েই রমরমিয়ে পান মশলা, গুটখা এবং অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবসা চালাচ্ছিল ওই সংস্থাটি। ওই সংস্থাটিতে ৬৫ জন কর্মী কাজ করতেন বলেও জিএসটি দফতর সূত্রে খবর। আধিকারিকদের দাবি, বেআইনি ভাবে ব্যবসা চালাচ্ছিল ওই সংস্থাটি। কোনও রকম ইনভয়েস ছাড়াই গুটখা বিক্রি করা হত বলে অভিযোগ তাঁদের। আধিকারিকদের আরও দাবি, এ পর্যন্ত পাওয়া নথি অনুযায়ী জিএসটি বাবদ সংস্থাটি এ পর্যন্ত ৮৩১ কোটি টাকা ফাঁকি দিয়েছে।

আরও পড়ুন: বাবা ৭০ হাজার টাকায় বিক্রি করে দিলেন এক মাসের সন্তানকে!

আরও পড়ুন: ​গোয়ালঘর থেকে আদালত, প্রথম চেষ্টাতেই বিচারক রাজস্থানের দুধওয়ালার মেয়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement