২০০ টাকার নোট।- সৌজন্যে: রিজার্ভ ব্যাঙ্ক।
শুক্রবারই মাঠে নেমে পড়েছে ২০০ টাকার নোট। আনুষ্ঠানিক ভাবে।
তবে এখনই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে একটু খসখসে, হলদেটে ওই ২০০ টাকার নোট পাওয়া যাবে না। তার ‘দোষ’টা অবশ্য ভারতে এই প্রথম চালু হওয়া ২০০ টাকার নোটের নয়। গলদটা ব্যাঙ্কগুলির এটিএম মেশিনের।
রিজার্ভ ব্যাঙ্কের এক পদস্থ কর্তার কথায়, ‘‘মেশিনগুলির প্রযুক্তিতে একটু রদবদল না করা হলে এখন যে এটিএমগুলি রয়েছে, সেখান থেকে ২০০ টাকার নোট পাওয়া যাবে না। ২০০ টাকার নোট জমাও দেওয়া যাবে না।’’
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের রায়ে প্রশ্নের মুখে গোমাংসে বিধিনিষেধও
আরও পড়ুন- প্রশ্ন উস্কে মার্কিন রণতরী গোয়ায়
বাজারে আসার পর ২০০ টাকার নোট এখন পাওয়া যাচ্ছে মূলত মুম্বই, দিল্লি ও কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতর ও শাখায়। পাওয়া যাচ্ছে কয়েকটি বাছাই করা রার্ষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। তবে আর বড়জোর একটা সপ্তাহ। তার পর এই ২০০ টাকার নোট ভারতে চালু সব ব্যাঙ্কের সব শাখাতেই পাওয়া যাবে। তবে সব ব্যাঙ্কের সবক’টি এটিএমে ২০০ টাকার নোট মিলতে মিলতে এক মাস গড়িয়ে যেতে পারে বলে রিজার্ভ ব্যাঙ্কের একটি সূত্রের খবর।
গত নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোটবন্দির ঘোষণার পর এই নিয়ে চতুর্থ বার নতুন নোট বাজারে এল। প্রথমে ছাড়া হয়েছিল নতুন ২০০০ এবং ৫০০ টাকার নোট। হালে বাজারে এসেছে ফ্লুরোসেন্ট ব্লু রঙের নতুন ৫০ টাকার নোট। আর আজ, শুক্রবার এল ২০০ টাকার নোট।
এই ২০০ টাকার নোটের বৈশিষ্ট্যগুলি কী কী?
রয়েছে সাঁচি স্তুপের মোটিফ। অশোক স্তম্ভ। আর নোটে মুদ্রিত রয়েছে ‘ভারত’ ও ‘আরবিআই’। যা নোট হেলানোর সঙ্গে সঙ্গে সবুজ থেকে বদলে যাবে হলুদ রঙে। ২০০ টাকার নোটে রয়েছে ‘স্বচ্ছ ভারত’-এর লোগোও।