Chennai

আয়কর হানা চেন্নাইয়ের ২ সংস্থায়, ১ হাজার কোটিরও বেশি অঘোষিত আয়ের হদিশ, বাজেয়াপ্ত দেড় কোটি

দু’টি সংস্থার অঘোষিত প্রায় দেড় কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ১৬:৫৯
Share:

ফাইল ছবি।

চেন্নাইয়ের ২টি নামজাদা সোনা ও রত্নব্যবসায়ী সংস্থার বিভিন্ন কার্যালয়ে হানা দিয়ে অঘোষিত ১ হাজার কোটিরও বেশি টাকা আয়ের হদিশ পেলেন আয়কর কর্তারা। তাঁরা ২টি সংস্থার অঘোষিত প্রায় দেড় কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন।

Advertisement

আয়কর বিভাগ সূত্রে জানানো হয়েছে গত ৪ মার্চ একই সঙ্গে হানাদারি চালানো হয় ২টি সংস্থার চেন্নাই, মুম্বই, কোয়মবত্তুর, মাদুরাই, ত্রিচি, ত্রিচূড়, নেল্লোর, জয়পুর এবং ইনদওরের মোট ২৭টি কার্যালয়ে।

আয়কর কর্তারা জানিয়েছেন, সোনা ও রুপোর ব্যবসায়ী সংস্থাটির কার্যালয়গুলি থেকে এমন বহু নথিপত্র মিলেছে, যা থেকে প্রমাণিত হচ্ছে বেশ কিছু দিন ধরে সংস্থাটি সোনা, রুপো বিক্রি করছিল ভুয়ো রসিদ দিয়ে। মোট কত টাকার সোনা বিক্রি হচ্ছে দিনে বা মাসে তার যথাযথ হিসাব আইনমাফিক যে খাতায় রেকর্ড রাখা উচিত, তা রাখা হচ্ছিল না।

Advertisement

চেন্নাইয়ের নামজাদা একটি রত্নব্যবসায়ী সংস্থার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কার্যালয়গুলি থেকেও আয়কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে এমন প্রচুর ভুয়ো রসিদ উদ্ধার করেছেন আয়কর কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement