উদ্ধার হওয়া সোনার দাম আনুমানিক এক কোটি ২২ লক্ষ টাকা। ছবি সংগৃহীত
ইস্ত্রির মধ্যে করে দু’কেজিরও বেশি ওজনের সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ম্যাসকট থেকে আসা ওই ব্যক্তিকে রবিবার জয়পুর বিমান বন্দরে আটক করে শুল্ক বিভাগের কর্মীরা।
বিমান থেকে নামার পর ব্যাগ পরীক্ষা সময় ছবিতে ব্যাগের মধ্যে কালো কিছু লক্ষ্য করে শুল্ক বিভাগের কর্মীরা। কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি ব্যাগের মধ্যে ও রকম কিছু বস্তু নেই বলে জানান। কিন্তু বিমান বন্দরের শুল্ক কর্মীদের সন্দেহ হওয়ায় তারা ব্যাগটির চেন খুলে পরীক্ষা করেন।
ব্যাগের মধ্যে থেকে একটি ইস্ত্রি বার করেন তাঁরা। ইস্ত্রিটি খুলতেই বের হয় স্টিলের পাত দিয়ে মোড়া সোনার প্লেট। যার ওজন ২.৩ কিলো এবং দাম আনুমানিক এক কোটি ২২ লক্ষ টাকা। শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ওই সোনা পচারকারীকে গ্রেফতার করা হয়েছে।