ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে লালুপ্রসাদ যাদবের দল। —ফাইল চিত্র।
সম্প্রতি সংসদের দু’কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। শনিবার রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করায় সেটি আইনেও পরিণত হয়েছে। এ বার এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজে়ডি)। এর আগে কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে, তারা দ্রুত ওয়াকফ বিল (তখনও আইন হয়নি)-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। ডিএমকে-ও সুপ্রিম দরবারে যাওয়ার কথা জানিয়েছে।
আরজেডির বক্তব্য, নতুন আইন ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। তাই সদ্য বিল থেকে আইনে পরিণত হওয়া ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তেজস্বী যাদবেরা। দলের তরফে সাংসদ মনোজ ঝা এবং অন্যতম শীর্ষ নেতা ফয়াজ় আহমেদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার ওই দু’জন শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।
টানা ১২ ঘণ্টা বিতর্কের পরে বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ বিল। পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২টি ভোট পড়ে। প্রায় ১৩ ঘণ্টা বিতর্কের পরে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতেও ১২৮-৯৫ ভোটে পাশ হয় বিলটি। নতুন বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথম বার দু’জন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে, যা আদতে মুসলিমদের স্বাধীন ধর্মাচরণের সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির অভিযোগ।