Shiv Chandra Ram

আকাশছোঁয়া দাম, পেঁয়াজ-ই তাই কণ্ঠহার এই বিধায়কের

মূল্যবৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও একহাত নেন শিবচন্দ্র। 

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৮:৪৩
Share:

পেঁয়াজের মালা গলায় শিবচন্দ্র। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে টমেটোর গয়না পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পাকিস্তানি তরুণী। সোশ্যাল মিডিয়ায় এখনও ঘুরে বেড়াচ্ছে সেই ছবি। তার মধ্যেই এ বার গলায় পেঁয়াজের মালা পরে বিধানসভায় হাজির হলেন বিহারের এক বিধায়ক। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির দিকে সরকারের নজর ঘোরাতেই এমন পদক্ষেপ করেন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

বুধবার সকালে বিহার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে বিধানভবন চত্বরে গলায় পেঁয়াজের মারা পরে হাজির হন রাজাপাকড়ের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিধায়ক শিবচন্দ্র রাম। সেখানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘জিনিসপত্রের দাম এ ভাবে বাড়তে থাকলে রোজকার সাধারণ খাবারও তো জুটবে না মানুষের। একসময় ৫০ টাকার চেয়েও কম কিলোদরে পেঁয়াজ পাওয়া গেলেও, এখন ৮০ টাকার কমে মিলছেই না। মালা গাঁথার জন্যই ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হয়েছে আমাকে।’’

মূল্যবৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও একহাত নেন শিবচন্দ্র। সাধারণ মানুষের সুবিধার্থে ৩৫ টাকা কিলোদরে সবজির স্টল শুরু করার প্রতিশ্রুতি দিলেও, আজও তা হয়ে ওঠেনি বলে জানান তিনি। শিবচন্দ্র বলেন, ‘‘এখনও পর্যন্ত কোথাও ওই স্টল দেখতে পেলাম না। তাই পেয়াঁজের মালা পরেই বিধানসভায় ঢুকছি। আমি চাই আমার উপর মুখ্যমন্ত্রীর নজর পড়ুক। তাতে যদি কোনও কাজ হয়। আমি চাই গরিব মানুষকে ১০ টাকা কিলোদরে পেঁয়াজ জোগাক সরকার।’’ তবে বিহার সরকারের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আরও পড়ুন: সরছে পায়ের তলার মাটি, কপালে ভাঁজ মোদী-শাহের​

আরও পড়ুন: অজিতের সঙ্গে হাত মেলানোই কাল হল! বিজেপির অন্দরে দোষারোপের পালা​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement