Rhea Chakraborty

জামিনের আর্জি রিয়ার, রায় আজ

রিয়া দাবি করেছেন, তাঁকে ভুয়ো মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তিনি কোনও অপরাধ করেননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৫
Share:

—ফাইল চিত্র।

রিয়া ও শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদনের শুনানি হল মুম্বইয়ের এক বিশেষ আদালতে। কাল রায় দেবেন বিচারক জিবি গুরাও।
আজ আদালতে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে তাঁর মক্কেলের হয়ে জামিনের আর্জি জানিয়ে দাবি করেন, রিয়াকে মানসিক চাপ দিয়ে ‘স্বীকারোক্তি’ আদায় করে নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)।

Advertisement

রিয়া দাবি করেছেন, তাঁকে ভুয়ো মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তিনি কোনও অপরাধ করেননি। মানশিন্ডের করা আবেদনে বলা হয়েছে, ‘‘রিয়াকে গ্রেফতার করার কোনও কারণই নেই। জিজ্ঞাসাবাদের সময়ে এনসিবি রিয়াকে মানসিক চাপ দিয়ে ‘স্বীকারোক্তি’ আদায় করে নিয়েছে। চাপে পড়ে রিয়া এমন সব কথা বলতে বাধ্য হয়েছেন, যাতে মনে হতে পারে, তিনিই দোষী। কিন্তু এগুলো সত্য নয়। এ ভাবে মানসিক চাপ দেওয়ায় অভিনেত্রীর স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হয়েছে। রিয়া নিজেও সেই ‘স্বীকারোক্তি’ প্রত্যাহার করে নিয়েছেন।’’

আবেদনে আরও জানানো হয়েছে যে, এনসিবি-র তদন্তকারীরা যখন রিয়াকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন সেখানে কোনও মহিলা অফিসার ছিলেন না।
আজ রিয়ার ভাই শৌভিক ও এনসিবি-র গ্রেফতার করা আরও চার জনের জামিনের আবেদনের শুনানি হয়েছে। আগামিকাল রায় জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement