Thar Desert

Thar Desert: থর মরুভূমির মাঝে হাতে তৈরি বিশালাকায় প্রাচীন নকশা উদ্ধার, চাঞ্চল্য

রাজস্থানের বোহা গ্রামের কাছে উদ্ধার হওয়া এই নকশা অনেকটাই ব্যতিক্রমী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৯:২৭
Share:

উদ্ধার হওয়া সেই নকশা। ছবি: রয়টার্স।

ধূ-ধূ মরুভূমিতে বিশালাকায় নকশা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বের প্রত্নতাত্ত্বিক মহলে। বিশ্বের অন্য কোনও দেশে নয়, ভারতের থর মরুভূমিতেই আবিষ্কার হয়েছে প্রাচীন এই নকশা। জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে যে এটাই বিশ্বের সবচেয়ে বড় হাতে আঁকা নকশা।

রাজস্থানের বোহা গ্রামের কাছে উদ্ধার হওয়া এই নকশা অনেকটাই ব্যতিক্রমী। নকশাটির মধ্যে দুটো জ্যামিতিক নকশা ধরা পড়েছে। একটা পেঁচানো আকৃতির। এবং ওই নকশাটির লাগোয়া সর্পিলাকৃতি একটি নকশা রয়েছে যা বেশ কয়েকটি রেখার দ্বারা ওই নকশাটি সংযুক্ত রয়েছে।

২০.৮ হেক্টর জায়গা জুড়ে নকশাটি বিস্তৃত। তিনটে স্মৃতিস্তম্ভ নকশার মধ্যে তিনটে বিশেষ জায়গায় রাখা রয়েছে। গবেষকদের ধারণা, এই বিশাল নকশাটি তৈরি করতে ‘প্ল্যানিমেট্রিক’-এর সাহায্য নেওয়া হয়েছে।

২০২০-র অক্টোবরে পেরুর মরুভূমিতে ২ হাজার বছরের পুরনো এ রকম নকশা পাওয়া গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement