Corona

কর্নাটকের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত ২৪ জন কোভিড রোগী

এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কোভিড রোগী। তাঁদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান গত ২৪ ঘণ্টায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৩ মে ২০২১ ১৩:১৯
Share:

প্রতীকী ছবি।

দিল্লি, উত্তরপ্রদেশের পর এ বার অক্সিজেনের অভাবে ২৪ জন রোগীর মৃত্যু হল কর্নাটকের সরকারি হাসপাতালে। সোমবার ওই ঘটনা ঘটেছে কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে। এমনটাই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই।

Advertisement

এএনআই সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কোভিড রোগী। তাঁদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান গত ২৪ ঘণ্টায়। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এ নিয়ে জরুরি বৈঠকও তলব করেছেন।

ওই হাসপাতালের আধিকারিক বলেন, ‘‘রবিবার রাত ১২টা থেকে ২টোর মধ্যে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।’’ হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement