ম্যাগি রিপোর্ট

ম্যাগি নিরাপদ কি না, তার একটি রিপোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টে জমা দিল মহীশূরের এক সরকারি গবেষণাকেন্দ্র। ম্যাগির মান নিয়ে প্রশ্ন উঠতে থাকায় গত জানুয়ারিতে সুপ্রিম কোর্ট মহীশূরের এই সরকারি গবেষণাকেন্দ্রকে দায়িত্ব দেয়— ম্যাগিতে সিসা ও আজিনামোতোর পরিমাণ যথাযথ কি না, তার রিপোর্ট দিতে হবে। তিন দিনের মধ্যে রিপোর্টের প্রতিলিপি কেন্দ্র ও নেসলেকে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট।

Advertisement
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৬ ০২:৫৪
Share:

ম্যাগি নিরাপদ কি না, তার একটি রিপোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টে জমা দিল মহীশূরের এক সরকারি গবেষণাকেন্দ্র। ম্যাগির মান নিয়ে প্রশ্ন উঠতে থাকায় গত জানুয়ারিতে সুপ্রিম কোর্ট মহীশূরের এই সরকারি গবেষণাকেন্দ্রকে দায়িত্ব দেয়— ম্যাগিতে সিসা ও আজিনামোতোর পরিমাণ যথাযথ কি না, তার রিপোর্ট দিতে হবে। তিন দিনের মধ্যে রিপোর্টের প্রতিলিপি কেন্দ্র ও নেসলেকে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement