আলাপন বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রাতেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের জবাব পৌঁছে গিয়েছে দিল্লিতে। কেন্দ্রের শোকজের জবাবি চিঠিতে বাংলার অধুনা প্রাক্তন মুখ্যসচিব যা জানিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরই ঠিক হবে, আলাপনের বিষয়ে কী পদক্ষেপ করতে চায় কেন্দ্র। সংবাদ সংস্থা এনএনআইকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এক সূত্র।
গত সোমবার বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় আলাপনকে শোকজ করেছিল কেন্দ্র। জবাব দেওয়ার জন্য আলাপনকে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় শোকজ জবাব দিল্লিতে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা। নবান্ন সূত্রে খবর, চিঠিতে আলাপন জানিয়েছেন, মুখ্যসচিব হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করাই তাঁর প্রধান কর্তব্য ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁকে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে বেরিয়ে আসতে হয়েছিল। সেই চিঠি পৌঁছে গিয়েছে দিল্লিতে। সরকারি সূত্রের দাবি, আলাপনের চিঠি খুঁটিয়ে পড়া হচ্ছে। এর পর এ বিষয়ে দ্রুত পদক্ষেপের ভাবনা রয়েছে দিল্লির বলেও জানিয়েছেন ওই সূত্র।