—ফাইল চিত্র।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাজেট পিছিয়ে দেওয়ার দাবি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় বাজেট পেশ হলে পাঁচ রাজ্যে ভোটাররা প্রভাবিত হবেন, এমন তত্ত্বের কোনও ভিত্তি নেই, জানিয়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। অতএব ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে বলে যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, তার সামনে বিচারবিভাগের তরফ থেকে আর কোনও বাধা রইল না।
এমএল শর্মা নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। প্রধান বিচারপতি জেএস খেহর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সোমবার সে মামলা খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘এ কথার কোনও যুক্তি নেই যে কেন্দ্রীয় বাজেট পেশ হলে পাঁচ রাজ্যের ভোটাররা প্রভাবিত হবেন।’’