রাহুল গান্ধী। ছবি: পিটিআই।
ঝাড়খণ্ডের দেওঘরে শনিবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ চলাকালীন বক্তৃতা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “গত বছর আমরা ‘ভারত জোড়ো যাত্রা’ করেছিলাম। আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছিলাম। ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলেছিলাম, কারণ ঘৃণাই আজকাল দেশের আদর্শ। আমরা ঘৃণার আদর্শের বিরুদ্ধে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছি। ঘৃণার আদর্শ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং ভয় দেখায়। ঝাড়খণ্ড থেকে, ওড়িশা থেকে, বাংলা থেকে অনেক লোক এসেছিলেন তাতে। তাঁরা আমাকে বলেছিলেন, আপনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন, কিন্তু বাংলায়, ঝাড়খণ্ডে, মণিপুরে এবং ওড়িশায় কী হবে? আপনার দ্বিতীয় একটি ‘ভারত জোড়ো যাত্রা’ করা উচিত। সেই কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এখানেও ভালোবাসার দোকান খুলতে চায় কংগ্রেস।”