দীনবন্ধু মিত্র ও কমলা ভট্টাচার্যের নামে স্মারক ডাকটিকিট প্রকাশের আর্জি জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। আসাম সার্কলের পোস্টাল ডিরেক্টর ঋজু গাঙ্গুলি শুক্রবার শিলচর সফরে এলে তাঁর কাছে এই দাবি উত্থাপন করা হয়। গত কাল তাঁকে উদ্দেশ্য করে ডিভিশনাল সুপারিন্টেন্ডেন্ট বিমল কিশোরের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। বরাক বঙ্গের কাছাড় জেলা কমিটির সভাপতি তৈমুর রাজা চৌধুরী বলেন, ‘‘বরাক উপত্যকার সাংস্কৃতিক বিকাশে ডাক বিভাগের যথেষ্ট অবদান রয়েছে।’’ স্মারকপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন দীনেন্দ্র নারায়ণ বিশ্বাস, পরিতোষ দে, সঞ্জীব দেবলস্কর ও দীপক সেনগুপ্ত।