নারদ-কাণ্ডের পর এ বার উত্তরাখণ্ড-কাণ্ড!
আবার ‘স্টিং অপারেশন’। আর তা নিয়ে ফের উত্তাল জাতীয় রাজনীতি।
তাঁর সরকার টিকিয়ে রাখার জন্য বিক্ষুব্ধ ৯ জন কংগ্রেসি বিধায়ককে কিনতে চেয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত?
‘ঘোড়া কেনা-বেচা’র খেলায় বিধায়কপিছু পাঁচ কোটি টাকা করে দিতে চেয়েছিলেন উত্তরাখণ্ডের কংগ্রেসি মুখ্যমন্ত্রী? অন্তত দু’জনকে দিতে চেয়েছিলেন মন্ত্রিত্ব?
দেখুন সেই স্টিং অপারেশনের ভিডিও।
শনিবার দিল্লিতে সেই ‘স্টিং অপারেশনে’র ভিডিও প্রকাশ্যে নিয়ে এসে হইচই ফেলে দিলেন উত্তরাখণ্ডের ৯ বিক্ষুব্ধ কংগ্রেসি বিধায়ক। ওই ভিডিও প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন ৯ বিক্ষুব্ধ বিধায়ক। হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণাও। বিক্ষুব্ধ কংগ্রেসি বিধায়কদের নেতৃত্ব দিচ্ছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বিজয় পরে সাংবাদিকদের বলেন, ‘‘হরিশ (রাওয়াত) বলছেন, এটা বানানো ভিডিও। তাই যদি হয়, উনি সিবিআই তদন্ত করান। সিবিআই তদন্ত করে দেখুক, ওই ভিডিও ঠিক না বেঠিক।’’
আরও পড়ুন- ইশরাতকে চিনতামই না, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: হেডলি