—প্রতীকী চিত্র।
কিছু দিন আগেই নতুন ৫০ আর ২০০ টাকার নোট বাজারে এসেছে। এ বার নতুন চেহারার ১০০ টাকার নোট ছাপানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৮-র এপ্রিল থেকে নতুন নোট ছাপানোর কাজ শুরু হতে পারে বলে খবর।
পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে নতুন ৫০০ আর ২০০০ টাকার নোট বাজারে নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। হিন্দুস্তান টাইম্স-এ প্রকাশিত খবর অনুযায়ী, বাজারে চলা ১০০ টাকার নোট ধীরে ধীরে তুলে নেওয়া হবে। এটিএম মেশিনের কথা মাথায় রেখে পুরনো ও নতুন ১০০ টাকার নোটের মাপ ও আকার অপরিবর্তিতই থাকছে। বাজারে আসা নতুন ৫০ আর ২০০ টাকার নোট এখনও সকলের হাতে পৌঁছয়নি। সেই নোট পর্যাপ্ত পরিমাণে বাজারে উপলব্ধ হওয়ার পর ১০০ টাকার নতুন নোট ছাপানোর কাজ শুরু হবে বলে খবর।
আরও পড়ুন:
শীর্ষ ব্যাঙ্ক ছাঁটল বৃদ্ধির পূর্বাভাস