রতন টাটা। —ফাইল চিত্র।
ভারতীয় হিসেবেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। আলাদা করে আর ‘ভারতরত্ন’-র না পেলেও চলবে। জানিয়ে দিলেন শিল্পপতি রতন টাটা। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’-য় তাঁকে ভূষিত করার দাবিতে নেটমাধ্যমে প্রচারে নেমেছেন নেটাগরিকদের একাংশ। কিন্তু তা বন্ধ করার আর্জি জানিয়েছেন টাটা কর্ণধার।
শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে রতন টাটা লেখেন, ‘‘একটি সম্মান নিয়ে নেটমাধ্যমের একাংশ আমাকে নিয়ে যে আবেগ দেখাচ্ছেন, তাতে সত্যিই অভিভূত আমি। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এই প্রচার বন্ধ করুন। ভারতের নাগরিক হিসেবে এবং দেশের উন্নতি এবং সমৃদ্ধির ভাগীদার হতে পেরেই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি আমি।’’
হার্ভার্ড ফেরত ৮৩ বছর বয়সি রতন টাটা নিজের সাম্রাজ্যকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছেন। দেশের উন্নতি এবং কর্ম সংস্থানে তাঁর যোগদান অনস্বীকার্য। গত কয়েক দিন ধরে তাঁকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়ে চলেছেন নেটাগরিকরা।