রবি আগরওয়াল।
দুঃস্থ রোগীদের নিখরচায় হাসপাতালে পৌঁছে দিয়ে অনন্য উদাহরণ গড়ে তুললেন রাঁচীর এক অটোচালক।
ওই অটোচালকের নাম রবি আগরওয়াল। গত ১৫ এপ্রিলের একটি ঘটনা তাঁকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি। ওই দিন অসুস্থ এক মহিলা হাসপাতালে পৌঁছনোর জন্য অটোচালকদের অনুরোধ করতে থাকেন। কিন্তু সংক্রমণের ভয়ে রবির চোখের সামনেই একটার পর একটা অটো তাঁকে ফিরিয়ে দেয়। শেষে রবিই ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেন।
সেই দিন থেকে রবি মনস্থির করে ফেলেছিলেন আর কোনও অসুস্থ গাড়ির অভাবে চিকিৎসা পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন। সেই দিন থেকেই তিনি নিখরচায় রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন।
নিজের গাড়ির সামনে একটি কাগজে ‘নিখরচায় জরুরি পরিষেবা’ এবং তাঁর মোবাইল নম্বর লিখে রাস্তায় অটো নিয়ে বেরিয়ে পড়েন রবি। নেটমাধ্যমেও তিনি ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। অনেকেই আবার এই মহৎ কাজের জন্য তাঁকে অর্থ দিয়ে সাহায্যও করতে চেয়েছেন। কেউ আবার তাঁকে কোভিড বিধি মেনে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।