মিষ্টিমুখ: সিয়াচেনে কর্মরত এক সেনার সঙ্গে জলেবি ভাগ করে নিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সোমবার। পিটিআই
সিয়াচেন হিমবাহে সেনাদের সঙ্গে জলেবি খেলেন। পরে শ্রীনগরের বাদামিবাগ ক্যান্টনমেন্টে সন্ত্রাস-দমন অভিযান নিয়ে আলোচনা করলেন সেনা অফিসারদের সঙ্গে। এ ভাবেই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাশ্মীরে প্রথম সফরে সেনার প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজনাথ সিংহ।
আজ সিয়াচেনে রাজনাথের সঙ্গে হাজির ছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়ত ও নর্দার্ন কম্যান্ডের প্রধান রণবীর সিংহ। পরে সেনাদের সঙ্গে একটি ছবি টুইট করে রাজনাথ লেখেন, ‘‘সিয়াচেনে যে সেনারা কাজ করছেন তাঁদের নিয়ে আমি গর্বিত। যে বাবা-মায়েরা সন্তানদের দেশরক্ষার জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দিয়েছেন আমি তাঁদের নিয়েও গর্বিত।’’ সিয়াচেনে মোতায়েন সেনাদের বাবা-মাকেও তিনি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাবেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
পরে বাদামিবাগ ক্যান্টনমেন্টে সন্ত্রাস-দমন অভিযান ও অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে সেনা অফিসারদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ।
বৈঠকে উপস্থিত সেনা-কর্তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত বাহিনীর অভিযানে কাশ্মীরে ১০৩ জন জঙ্গি নিহত হয়েছে। সে কথা প্রতিরক্ষামন্ত্রীকে জানানো হয়েছে।
রাজনাথের পূর্বসূরি শরদ পওয়ার, জর্জ ফার্নান্ডেজ, মুলায়ম সিংহ ও নির্মলা সীতারামনও বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন সফরে গিয়েছিলেন। অটলবিহারী বাজপেয়ী জমানায় সিয়াচেনে মোতায়েন সেনাদের জন্য স্নোবাইক কেনা নিয়ে গড়িমসি করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের দুই কর্তা। ফার্নান্ডেজ ওই দুই কর্তাকেই সিয়াচেনে পাঠিয়েছিলেন।