খুন করে ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে মা-মেয়ের দেহ। অলঙ্করণে তিয়াসা দাস।
রাজস্থানের বিকানেরে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ২৭ বছরের এক মহিলা ও তাঁর দু’বছরের কন্যা সন্তানের মৃতদেহ। শনিবার তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই মহিলার নাম প্রেরণা স্বামী। প্রেরণার বাবার অভিযোগ, পণের দাবিতেই তাঁর মেয়েকে মেরেছে শ্বশুরবাড়ির লোকজন।
এই ঘটনার পর প্রেরণার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রেরণার বাবা মোহনলাল। তিনি জানিয়েছেন, পণের জন্য তাঁর মেয়ের উপর প্রায়শই অত্যাচার চালাত তাঁর শ্বশুডরবাড়ির লোকজন।
বিকানেরের সিটি সার্কেল অফিসার সুভাষ শর্মা বলেছেন, ‘‘মেয়েটির বাবার দাবি পণের জন্যই খুন হতে হয়েছে তাঁর মেয়েকে। এফআইআর দায়ের হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’’ তিনি আরও জানিয়েছেন, রবিবার সকালে খবর পেয়ে জলের ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করি। মা ও মেয়ের দেহ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছে বলে জানিয়েছেন অফিসার।
আরও পড়ুন: মহিলাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা শ্বশুরবাড়ির লোকেদের!