Rajasthan Gangrape

সমাজমাধ্যমে মহিলা পরিচয়ে ফাঁদ পেতে গণধর্ষণে অভিযুক্তকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ!

উত্তরপ্রদেশের বদায়ুঁর বাসিন্দা অভিযুক্ত যুবক। তাঁর বিরুদ্ধে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। আট মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪৮
Share:

দিল্লি থেকে গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত। প্রতীকী ছবি।

গণধর্ষণে অভিযুক্তের কিছুতেই নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে সমাজমাধ্যমের সাহায্যে ফাঁদে ফেলে তাঁকে গ্রেফতার করল রাজস্থান পুলিশ। উত্তরপ্রদেশের বদায়ুঁর বাসিন্দা অভিযুক্ত যুবক। তাঁর বিরুদ্ধে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। আট মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ধরতে সমাজমাধ্যমে দুই পুলিশকর্মী মহিলা পরিচয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলেন। তার পর অভিযুক্তের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠান। সেই অনুরোধ গ্রহণও করেন অভিযুক্ত। তার পর দুই পুলিশকর্মী আলাদা আলাদা ভাবে অভিযুক্তের সঙ্গে অনলাইনে কথা বলা শুরু করেন। ধীরে ধীরে তাঁর বিশ্বাস অর্জন করেন। তার পর তাঁকে সরাসরি সাক্ষাৎ করতে বলেন এক পুলিশকর্মী। প্রথম দিকে রাজি না হলেও পরে রাজি হয়ে যান অভিযুক্ত।

সেই সূত্র ধরেই অভিযুক্তের অবস্থানের হদিস মেলে দিল্লিতে। রাজস্থান পুলিশের একটি দল দিল্লিতে পৌঁছোয়। তার পর সেখান থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনার আট মাস পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের অগস্টে হরিদ্বারের এক মহিলাকে রাজস্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। নির্যাতিতার এক বন্ধু কাজ দেওয়ার নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। কাজ দেওয়ার নামে মহিলাকে রাজস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তিন অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। আর এক অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement