প্রতীকী ছবি
রাজস্থানকে কেন্দ্রীয় সরকার যে ভেন্টিলেটরগুলি পাঠিয়েছে তার অনেকগুলিতেই রয়েছে মারাত্মক যান্ত্রিক ত্রুটি। শুক্রবার এই অভিযোগ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। পিএম কেয়ার্স ফান্ডের মাধ্যমে কেন ত্রুটিপূর্ণ ভেন্টিলেটর কেনা হল, তার বিস্তারিত তদন্ত করা উচিত বলেও দাবি করেছেন তিনি।
গহলৌত সাংবাদিক বৈঠকে বলেছেন, “কেন্দ্রীয় সরকার রাজস্থান সরকারকে ১ হাজার ৯০০টি ভেন্টিলেটর দিয়েছে। এগুলি কেনা হয়েছে পিএম কেয়ার্স ফান্ডের মাধ্যমে। পাশাপাশি এগুলি দেখভাল করার কথাও কেন্দ্রীয় সরকারের। কিন্তু আমায় চিকিৎসরা জানিয়েছেন তাঁরা এগুলি ব্যবহার করার সময় দেখেছেন, অনেকগুলি ত্রুটিপূর্ণ। এগুলি ব্যবহার করায় রোগীর শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। সেই কারণেই আমি চাই, ভেন্টিলেটর কেনার প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পূর্ণাঙ্গ তদন্ত করুক।’’ ভেন্টিলেটরগুলিতে প্রেশার-ড্রপ সমস্যা রয়েছে, ১-২ ঘণ্টা কাজ করার পর এগুলি বন্ধ হয়ে যাচ্ছে।