Railways Tighten Security for Maha Kumbh

কুম্ভে শেষ দফার ‘শাহি স্নান’-এ ভিড় সামলাতে জংশনগুলিতে নিরাপত্তা আরও আঁটসাঁট করল রেল

আগের শাহি স্নানগুলিতে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা আরও আঁটসাঁট করল রেল। বিশেষ করে জংশনগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে বলে রেল সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫
Share:
শেষ শাহি স্নানকে কেন্দ্র করে নিরাপত্তা আরও বৃদ্ধি করল রেল। প্রতিনিধিত্বমূলক ছবি।

শেষ শাহি স্নানকে কেন্দ্র করে নিরাপত্তা আরও বৃদ্ধি করল রেল। প্রতিনিধিত্বমূলক ছবি।

আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। ওই দিন কুম্ভমেলায় শেষ দফার শাহি স্নান। আগের শাহি স্নানগুলিতে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় নিরাপত্তা আরও আঁটসাঁট করল রেল। বিশেষ করে জংশনগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে বলে রেল সূত্রে খবর।

Advertisement

শেষ শাহি স্নান যাতে নির্বিঘ্নে ঘটে এবং পুণ্যার্থীরা যাতে গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছোতে পারেন, সে দিকেই বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে। স্বাভাবিক ভাবে জংশন স্টেশনগুলিতে পুণ্যার্থীদের ভিড় বেশি হচ্ছে। সেখান থেকে প্রয়াগরাজে কুম্ভের উদ্দেশে হাজার হাজার পুণ্যার্থী রওনা দিচ্ছেন। বিশেষ করে নয়াদিল্লি স্টেশনের ঘটনার পর থেকে আরও বেশি করে সতর্ক রেল। কোনও রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য আরপিএফ, জিআরপি এবং স্থানীয় থানার সহযোগিতা নেওয়া হচ্ছে।

রেল সূত্রে খবর, বিশেষ করে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই রেলস্টেশনটি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের জন্য কুম্ভে যাওয়ার মূল প্রবেশদ্বার। ফলে এই রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের ভিড় হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। নয়াদিল্লি স্টেশনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় শেষ দফার শাহি স্নানকে ঘিরে, তাই নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন, মহাকুম্ভের শুরু থেকেই রেল অত্যন্ত সতর্ক ছিল। শেষ দফার এই শাহি স্নান এবং সপ্তাহান্তের পুণ্যস্নানের কথা মাথায় রেখে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Advertisement

সিপিআরও আরও জানিয়েছেন, যদি ভিড় অতিরিক্ত হয়, তা হলে স্টেশনের এক দিক দিয়ে পুণ্যার্থীদের বার করা হবে। অন্য দিক দিয়ে স্টেশনে প্রবেশ করানো হবে কুম্ভফেরত পুণ্যার্থীদের। ভিড় সামলাতে বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য আলাদা আলাদা ‘কালার কোডেড হোল্ডিং এরিয়া’ থাকবে। প্রয়োজনে অতিরিক্ত যাত্রীদের খুশরো বাগের ‘হোল্ডিং এরিয়া’তে অপেক্ষা করানো হবে। সিপিআরও জানিয়েছেন, মহাশিবরাত্রিতে পুণ্যার্থীদের ভিড় অনেক বেশি হতে পারে। কারণ ওই দিনই শেষ শাহি স্নান। তবে রেল যে পুরোপুরি প্রস্তুত ভিড় সামলাতে, তা জোর কণ্ঠে দাবি করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement