Narendra Modi

প্রধানমন্ত্রীর আন্দোলনজীবীর পাল্টা ‘ধান্দাজীবী’ আক্রমণ রাহুল গাধীঁর

মোদীর ওই ভাষণের পরই বিরোধী নেতারা তাঁর সমালোচনায় সরব হন।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০৬
Share:

ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী বলেছিলেন আন্দোলনজীবী, রাহুল গাধীঁর পাল্টা জবাব, ‘ওঁরা ধান্দাজীবী। দেশকে নিয়ে ব্যবসা করছে। দেশকে বিক্রি করছে।’

Advertisement

দু’দিন আগেই কৃষক আন্দোলন নিয়ে সংসদে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক আন্দোলনকারীদের যাঁরা সমর্থন করছেন তাদেরকে ‘আন্দোলনজীবী’ বলে ব্যঙ্গ করেছিলেন তিনি। মোদীর কথায়, ‘একদল মানুষ আছেন যাঁদের কাজই হল আন্দোলন করার কারণ খুঁজে বেড়ানো। কারণ এঁরা আন্দোলন করেই বেঁচে থাকেন। এই ধরনের আন্দোলনজীবীদের থেকে তাই সতর্ক হওয়া দরকার দেশবাসীর।’

মোদীর ওই ভাষণের পরই বিরোধী নেতারা তাঁর সমালোচনায় সরব হন। কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম টুইটারে লেখেন, ‘আমি একজন গর্বিত আন্দোলনজীবী। আর আদর্শ আন্দোলনজীবী ছিলেন মহাত্মা গাধীঁ’।

Advertisement

চিদম্বরমের বক্তব্যের ঘণ্টা কয়েক পরেই কংগ্রেস নেতা রাহুল আক্রমণ শানান মোদীর বিরুদ্ধে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও সংস্থাগুলির বিকেন্দ্রীকরণের প্রসঙ্গ টেনে তিনি টুইটারে লেখেন, ‘ধান্দাজীবী যারা, দেশকে বিক্রি করছে তারা’।

গত কয়েকদিন ধরেই কেন্দ্রের মোদী সরকারকে ধান্দাবাজ বলে আক্রমণ করছিলেন রাহুল। ক্রোনি ক্যাপিটালিজম অর্থাৎ পারষ্পরিক লাভের কথা মাথায় রেখে বন্ধুত্ব করার অভিযোগও করেন রাহুল। বুধবার আন্দোলনজীবীর পাল্টা আক্রমণে সেই প্রসঙ্গই টেনে আনলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement