রাহুল গাঁধী। ছবি: পিটিআই।
নরেন্দ্র মোদীকে পরাস্ত করার লড়াইয়ে বেফাঁস কথা বলে যে সব নেতা দলকে বিপাকে ফেলছেন, তাঁদের বিরুদ্ধে এ বারে কঠোর হলেন রাহুল গাঁধী। গুজরাতের ভোটের আগে মণিশঙ্কর আইয়ারের এক মন্তব্য অস্ত্র তুলে দিয়েছিল মোদীর হাতে। সেটিকে ঘিরেই প্রচার তুঙ্গে নিয়ে যান প্রধানমন্ত্রী। এখনও শশী তারুর একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন। আজ কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল কারও নাম না-করে জানিয়ে দেন, এ ধরনের বেফাঁস মন্তব্যে যাঁরা দলের ক্ষতি করছেন, তাঁদের শাস্তি দিতে পিছপা হবেন না। রাহুল জানান, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু ভাষা ও আচরণে মর্যাদা বজায় রাখতে হবে। সেই শৃঙ্খলা নেতাদের দিয়েই শুরু করতে হবে। নেতাদের আচরণ ঠিক হলে তবেই কর্মীদের থেকে তা প্রত্যাশা করা যায়।