হল্লা থামিয়ে রাহুল বলতে চান সংসদে

কোলাহল অনেক হল। এ বার কথা হোক সংসদে। বলছেন খোদ রাহুল গাঁধী। পাঁচশো-হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের এক মাস পূর্ণ হচ্ছে আগামিকাল। আর সেই উপলক্ষে বিরোধী সাংসদদের একটা বড় অংশই সংসদে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০২:৫২
Share:

কোলাহল অনেক হল। এ বার কথা হোক সংসদে। বলছেন খোদ রাহুল গাঁধী।

Advertisement

পাঁচশো-হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তের এক মাস পূর্ণ হচ্ছে আগামিকাল। আর সেই উপলক্ষে বিরোধী সাংসদদের একটা বড় অংশই সংসদে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন। এমন সময়ে কিছুটা ভিন্ন পথে হেঁটেই সংসদে আলোচনায় যোগ দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি। দলীয় নেতাদের উদ্দেশে রাহুলের বার্তা, নোট বাতিল নিয়ে বক্তব্য পেশ করা না গেলে সংসদে সাধারণ মানুষের অসুবিধের বিষয়টি কখনওই নথিভুক্ত হবে না।

শুধু রাহুল নন, অন্য বিরোধীদের অনেকেই এখন বুঝতে পারছেন, শীতকালীন অধিবেশনের মেয়াদ ক্রমশ ফুরিয়ে আসছে। শেষ ক’দিনও এই ভাবে ঝামেলা করে কেটে গেলে মানুষের অসুবিধের কথা লোকসভায় নথিবদ্ধ থাকবে না। তাতে লাভ হবে নরেন্দ্র মোদী সরকারেরই। আর তাই রাহুল আজ দলীয় নেতাদের জানিয়েছেন, তিনি এই বিষয়ে লোকসভায় বক্তব্য রাখতে চান। কী ভাবে তা সম্ভব, দলের নেতাদের তা খতিয়ে দেখে প্রয়োজনীয় রণকৌশল স্থির করার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

রাহুলের ইচ্ছের কথা জানার পরেই তৃণমূল-সহ অন্য বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস নেতৃত্ব। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, সরকার লোকসভায় আলোচনার প্রস্তাব আনলে তাতে রাজি হয়ে যাবেন বিরোধীরা। তবে সপা বা বিএসপির মতো দলগুলি কংগ্রেসের এই প্রস্তাবে সম্মতি জানালেও রাত পর্যন্ত ইতিবাচক কিছু বলেনি তৃণমূল। সূত্রের দাবি, তৃণমূল শীর্ষ নেতৃত্ব শুরু থেকেই এ নিয়ে আলোচনার বিপক্ষে। তাই কংগ্রেসের প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সকালে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। যদিও রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘‘সংসদের মধ্যে যা হবে, জোট বেঁধেই হবে। বিরোধীরা আলোচনা চায়। বিজেপিই তা থমকে দিতে চাইছে। সংসদ চালানোটা সরকারের দায়িত্ব।’’

তবে ধর্না হচ্ছেই। আলোচনার প্রশ্নে দ্বিমত তৈরি হলেও বিরোধীরা যে জোটবদ্ধ, সেই বার্তা দিতে আগামিকাল সকাল দশটায় সংসদে গাঁধী মূর্তির সামনে ধর্নায় বসবেন বিরোধী দলগুলির শ’দুয়েক সাংসদ। সুদীপবাবুর কথায়, ‘‘বিরোধী সাংসদেরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কালো ব্যাজ পরে ধর্না দেবেন। সাড়ে দশটায় বিরোধী জোট তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement