রাহুল গান্ধী। —ফাইল চিত্র।
দিল্লির বিধানসভা নির্বাচনে মুসলিম সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করে রাহুল গান্ধী প্রচারে নামছেন। ভিয়েতনাম থেকে ফেরার পরে সোমবার দিল্লির সীলমপুরে রাহুল গান্ধী প্রথম জনসভা করবেন।
সীলমপুর উত্তর-পূর্ব দিল্লির অন্যতম সংখ্যালঘু বহুল এলাকা। নয়া নাগরিকত্ব আইন বা সিএএ-র বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে ২০২০ সালে এই উত্তর-পূর্ব দিল্লিতেই সাম্প্রদায়িক হিংসায় বহু মানুষ হতাহত হয়েছিলেন। সে সময় অরবিন্দ কেজরীওয়ালের দিল্লি সরকার বা আম আদমি পার্টি সংখ্যালঘুদের পাশে থাকেনি বলে অভিযোগ রয়েছে। কংগ্রেস সংখ্যালঘুদের সেই ক্ষোভকে কাজে লাগাতে চাইছে। তার সঙ্গে দলিত, ওবিসি ভোট কংগ্রেসের কাছে আসতে পারে বলেও দলের নেতাদের আশা। এআইসিসি-তে দিল্লির ভারপ্রাপ্ত নেতা কাজি নিজামুদ্দিনের বক্তব্য, রাহুল গান্ধী সোমবার সীলমপুরে ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’-এর স্লোগানকে সামনে রেখে জনসভা করবেন। দিল্লির ভোটে এটাই রাহুলের প্রথম জনসভা। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দু’টি জনসভা করে ফেলেছেন।
দিল্লিতে ৫ ফেব্রুয়ারি ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। ২০১১-এর জনগণনা অনুযায়ী দিল্লির মুসলিম জনসংখ্যা ১২ শতাংশের বেশি। এর মধ্যে চাঁদনি চক, মুস্তফাবাদ, মাটিয়া মহল, বাবরপুর, সীলমপুর, ওখলা, বল্লিমারাণের মতো সাতটি বিধানসভা কেন্দ্র মুসলিম জনসংখ্যা বহুল। গত বিধানসভা ভোটে এই সাতটি আসনেই আম আদমি পার্টি বিপুল ভোটে জিতেছিল। কিন্তু তার পরেই উত্তর-পূর্ব দিল্লির হিংসার সময় আম আদমি পার্টির বিধায়কদের হাত গুটিয়ে বসে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু মুসলিম ভোটারদের মতে, কংগ্রেসও সেই ভাবে ভরসা করার মতো কিছু করেনি। সীলমপুরেই গত ভোটে কংগ্রেস প্রার্থী দল ছেড়ে চলে গিয়েছেন। ফলে বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টিই একমাত্র বিকল্প হয়ে উঠছে। রাহুল গান্ধীকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্ব এখন পুরনো মুসলিম ভোটব্যাঙ্কের ভরসা আদায়েরই চেষ্টা করতে চাইছে।