সত্রকাণ্ডের শুনানিতে অসমে রাহুল

মানহানি মামলার শুনানিতে হাজির হতে আগামী কাল সকালে গুয়াহাটি আসছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৫
Share:

মানহানি মামলার শুনানিতে হাজির হতে আগামী কাল সকালে গুয়াহাটি আসছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

গত বছর ১২ ডিসেম্বর বরপেটায় জনসভা ও পদযাত্রায় অংশ নিয়েছিলেন রাহুল। পদযাত্রার সূচনা হওয়ার কথা ছিল বরপেটা সত্র থেকে। রাহুলকে দেখতে ভোর থেকে সেখানে ভিড় জমিয়েছিল জনতা। সত্রের প্রধান ও অন্য ভক্তরাও তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন। কিন্তু রাহুল সত্রে না গিয়ে পদযাত্রা শুরু করে দেওয়ার প্রতিবাদ হয়। কংগ্রেসের তরফে দাবি করা হয়, আরএসএস সমর্থকরা রাহুলকে সত্রে যেতে দেননি। রাহুল নিজেও দিল্লিতে ফিরে দাবি করেন, বিজেপি ও আরএসএস সমর্থকরা মহিলাদের সামনে রেখে তাঁর পথ আটকেছিলেন। মুখ্যমন্ত্রী তরুণ গগৈও জানান, পুলিশ সূত্রে তিনি জানতে পেরেছিলেন আরএসএস রাহুলকে হেনস্থা করার পরিকল্পনা করেছে। অবশ্য জনসভা থেকে ফেরার পথে রাহুল, গগৈ ও প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত সত্রে যান। কংগ্রেসের দাবি উড়িয়ে সত্রপ্রধান ও সত্র্রে হাজির অন্য ভক্ত ও জনতা দাবি করেন, রাহুল সত্রের দিকেই আসেননি। সকলে সকাল থেকে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন। কেউ তাঁকে আটকায়নি। পথ আটকানোর কোনও প্রমাণ প্রতিষ্ঠা করতে পারেনি কংগ্রেস। এমনকী সত্রের সামনে থাকা সিসিটিভিতেও দেখা যায় রাহুল সত্রের দিকে আসেননি। ঘটনার জন্য তাঁদের দায়ী করায় আরএসএস রাহুলের বিরুদ্ধে কামরূপ সিজেএম আদালতে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিল। তার শুনানিতেই রাহুল আগামীকাল গুয়াহাটি আসছেন।

কংগ্রেসের তরফে জানানো হয়, আগামী কাল সকাল ৯টায় রাহুল বিমানবন্দরে নামবেন। আদালতে আসবেন ১০টা নাগাদ। শুনানি সাড়ে ১০টা থেকে। তার পর মেঘদূত ভবনের সামনে কংগ্রেস সমর্থক ও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি যাবেন রাজীব ভবন। সেখানে কংগ্রেসের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের পরে বিমানবন্দর রওনা হবেন।

Advertisement

বিধানসভা ভোটে পরাজয়ের পর এই প্রথম এআইসিসি সহ-সভাপতি অসমে আসছেন। কংগ্রেস বিধায়করা ভোটে হারের কারণ, বর্তমানে প্রদেশের কংগ্রেসের অবস্থা ও কংগ্রেসের কর্মসূচি নিয়ে রাহুলকে কী জানানো হবে, তা নিয়ে বৈঠক করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement