অভিষেক মঞ্চে রাহুল, সনিয়া, মনমোহন।
দলের এক নম্বর হিসেবে গত সপ্তাহেই তাঁর নাম ঘোষণা করেছিল দল। এ বার আনুষ্ঠানিক ভাবে দলের সভাপতির দায়িত্ব নিলেন রাহুল গাঁধী।
শনিবার নয়াদিল্লির ২৪ আকবর রোডে দলীয় কার্যালয়ে রাহুলের হাতে এই দায়িত্ব সঁপলেন সনিয়া। ২০১৩ সালে দলের দু’নম্বর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এ বার পদোন্নতি হল ৪৭ বছরের রাহুলের। রাহুল, সনিয়া, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ছাড়াও উপস্থিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ শীর্ষ কংগ্রেস নেতারা।
এ দিন সকাল থেকে কংগ্রেস দফতর সেজে উঠেছিল। ছিলেন লোকশিল্পীরা। চলে মিষ্টি বিতরণ।
• দেশে পিষে মারছে বিজেপি : রাহুল।
• গণতন্ত্রের উপর আঘাত মানবে না কংগ্রেস, মন্তব্য রাহুলের।
• মোদী দেশকে মধ্যযুগে নিয়ে যাচ্ছেন, অভিষেক মঞ্চে তোপ নতুন সভাপতির।
• ওরা শুধু দেশকে ধ্বংস করতে পারে, আমরা গড়তে পারি, বিজেপিকে আক্রমণ রাহুলের।
• ভালবাসা দিয়ে দেশের মানুষকে জয় করবে কংগ্রেস: রাহুল।
• এক জনের ইমেজ তৈরি করতে গিয়ে ক্ষতি দেশের, বললেন রাহুল।
• কংগ্রেসকে হারানো গেলেও, দুর্বল করা যাবে না, মন্তব্য নতুন সভাপতির।
• দেশকে গরীব বানিয়ে রাখতে চাইছে সরকার।
• দেশকে বাঁচাতে পারে এক মাত্র কংগ্রেস: রাহুল।
• রাজনীতির উদ্দেশ্য মানুষের উন্নতি, ক্ষতি করা নয়, অভিষেক মঞ্চে বললেন রাহুল।
আরও পড়ুন: মুকুট থেকে কাঁটাগুলো উপড়ে ফেলার কাজ রাহুলকেই করতে হবে
• আরও অনেক ভারতবাসীর মতো আমি আদর্শবাদী : রাহুল।
• দেশের মানুষের ভালবাসায় রাজনীতিতে আসি : রাহুল।
• বক্তব্য রাখছেন রাহুল।
• সাম্প্রদায়িক শক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, বললেন সনিয়া।
• এখন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে: সনিয়া
• রাজীব, ইন্দিরা গাঁধীর রেখে যাওয়া কাজ শেষ করার চেষ্টা করেছিলাম।
• কুড়ি বছর আগে এমনই এক দিনে সভাপতি হিসেবে আমার অভিষেক হয়েছিল : সনিয়া।
• নেহরু পরিবারের কাছে দেশই জীবন, বললেন সনিয়া।
• নতুন নেতৃত্বে কংগ্রেস এগিয়ে যাবে, আশা প্রকাশ করলেন সনিয়া।
আরও পড়ুন: বাজি ফাটিয়ে, উচ্ছ্বাসে মেতে রাহুল-বরণ সমর্থকদের
• গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কংগ্রেস, বললেন সনিয়া।
• সভাপতি হিসেবে রাহুলকে শুভেচ্ছা : সনিয়া।
• আজ কংগ্রেসের এক অনন্য দিন, মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রীর।
• রাহুলের নেতৃত্বে কংগ্রেস নতুন উচ্চতায় যাবে, বললেন মনমোহন সিংহ।
•১৯ বছর কংগ্রেসের সভাপতি থাকার জন্য সনিয়াকে শুভেচ্ছা : মনমোহন।
• বক্তব্য রাখছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
গুজরাত ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চেয়েছিল কংগ্রেস। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সনিয়া গাঁধী। সভাপতি পদের নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর। রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। কিন্তু, আর কেউ প্রার্থী না হওয়ায় গত সোমবার সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করে এআইসিসি। তার পর এ দিন ৪৯ তম সভাপতি হিসেবে দায়িত্বভার নিলেন তিনি।