ফাইল চিত্র।
কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে মঙ্গলবার আবার জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ইডি তাঁকে চতুর্থ দিনের জন্য জিজ্ঞাসাবাদ করেছে। ন্যাশনাল হেরাল্ড-কাণ্ডে আর্থিক অনিয়মের তদন্তে ইতিমধ্যেই ওয়েনাডের সাংসদকে ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ওই সংস্থা।
গত সপ্তাহের সোম থেকে বুধবার প্রতিদিনই রাহুলকে হাজিরা দিতে হয়েছে ইডির দফতরে। তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে কয়েকদিনের ছাড় দেওয়ার আবেদন জানান এই কংগ্রেস নেতা। সেই আবেদন মঞ্জুর হয়। সনিয়াও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সোমবার রাহুলকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়।
কোভিড পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। আগামী ২৩ জুন তাঁকেও জিজ্ঞাসাবাদ করার কথা ইডির।