পরিবেশ দিবসে সরব রাহুল

বিশ্ব পরিবেশ দিবসে রাহুলের টুইট, ‘‘পরিবেশের ব্যাপক অবক্ষয় লক্ষ লক্ষ ভারতবাসীর জীবন ধ্বংস করছে। পরিবেশের যতটা গুরুত্ব পাওয়া উচিত, তা দেওয়া হয় না। কারণ, পরিবেশ কখনও রাজনীতির বিষয় হয় না।’’ পরিবেশের অবক্ষয় নিয়ে ফেসবুকেও লিখেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ০২:৪৩
Share:

অরণ্য থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হচ্ছে। অথচ কেউই বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না বলে আজ বিশ্ব পরিবেশ দিবসে সরব হলেন জাতীয় জনজাতি কমিশনের (এনসিএসটি) চেয়ারম্যান নন্দকুমার সাই। পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও।

Advertisement

বিশ্ব পরিবেশ দিবসে রাহুলের টুইট, ‘‘পরিবেশের ব্যাপক অবক্ষয় লক্ষ লক্ষ ভারতবাসীর জীবন ধ্বংস করছে। পরিবেশের যতটা গুরুত্ব পাওয়া উচিত, তা দেওয়া হয় না। কারণ, পরিবেশ কখনও রাজনীতির বিষয় হয় না।’’ পরিবেশের অবক্ষয় নিয়ে ফেসবুকেও লিখেছেন তিনি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠছে, আদিবাসীদের জঙ্গল থেকে উৎখাত করা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে তাঁদের অরণ্যের অধিকার নিয়েও। আজ ওই প্রসঙ্গে নন্দকুমার বলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত খারাপ। প্রচণ্ড গরমে মানুষ মারা যাচ্ছেন। উন্নয়নের নামে গাছ কাটা হচ্ছে, আদিবাসীদের বনাঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ এই মানুষগুলিই বন-জঙ্গলের কাছাকাছি থাকেন। অরণ্যকে পুজো করেন, রক্ষা করেন। কিন্তু দুঃখের বিষয় হল, বিশ্ব পরিবেশ দিবসে ওই মানুষগুলির অঙ্গীকার সম্পর্কে কেউ কিছু বলতে রাজি নন।’’

Advertisement

বনাঞ্চলে আদিবাসীদের অধিকার নিয়ে কয়েকটি মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। তা নিয়ে জিজ্ঞাসা করা হলে নন্দকুমার বলেন, ‘‘এ ব্যাপারে প্রশ্ন তোলার অধিকার ওঁদের কে দিয়েছে? দশকের পর দশক ধরে আদিবাসীরা অরণ্যে বসবাস করছেন। নিরীহ মানুষগুলি আইনের খুঁটিনাটি জানেন না।’’ লোকসভার নবনির্বাচিত সাংসদদের প্রতি এনসিএসটির চেয়ারম্যানের আবেদন, বাজেট অধিবেশনের প্রথম দিনই যেন তাঁরা (সাংসদেরা) পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement