—ফাইল চিত্র।
বিহারের এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনাকে ধামচাপা দেওয়ার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তাঁর অভিযোগ, ভোটের সময়ে এ নিয়ে যাতে হইচই না হয়, সে জন্যই জেডিইউ নেতা এমন চেষ্টা চালিয়েছেন।
সংবাদপত্রের একটি রিপোর্টকে তুলে ধরে এ নিয়ে আজ টুইট করেছেন রাহুল। সংবাদমাধ্যমের খবর, বিহারের বৈশালী জেলার এক মহিলাকে হেনস্থা করছিল তাঁর গ্রামেরই এক ব্যক্তি। অভিযোগ, পরে বন্ধুদের সঙ্গে নিয়ে ওই ব্যক্তি মহিলাকে জীবন্ত জ্বালিয়ে দেয়। হাসপাতালে ১৫ দিন লড়াইয়ের পরে মৃত্যু হয় ওই মহিলার। টুইটারে একটি সংবাদপত্রের রিপোর্টের উল্লেখ করে কংগ্রেস নেতা লিখেছেন— বিহারে ভোট চলছিল বলে বৈশালীর ওই যুবতীর উপর অত্যাচারের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। হিন্দিতে টুইট করে রাহুল লিখেছেন, ‘‘কার অপরাধ বেশি ভয়ঙ্কর? ওই অমানবিক কাজ যারা করেছে নাকি ভোটের ফায়দার জন্য সেই ঘটনাকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন যাঁরা— যাতে নিজের সুশাসনের মিথ্যে কথা প্রতিষ্ঠিত হতে পারে।’’
বিহারের ভোটে আরজেডি নেতা তেজস্বী যাদব ভাল ফল করেও কুর্সিতে বসতে না পারায় জোটসঙ্গী কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অনেকে। অভিযোগ উঠেছে, বিহারের বিধানসভা ভোটে কংগ্রেসের দায়সারা মনোভাবের কারণেই বেশি আসন মেলেনি। যার খেসারত দিতে হয়েছে বিরোধীদের মহাজোটকে, তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব হয়নি। কংগ্রেসকে ঘিরে এই প্রশ্নের মধ্যেই বিহার প্রসঙ্গে আজ সরব হলেন রাহুল। কালই পটনায় শপথ নিয়েছেন নীতীশ কুমার।