Rahul Gandhi

করোনা নিয়ে মোদীকে ময়ূর-কটাক্ষ রাহুলের

দেশবাসীর উদ্দেশে তাঁর টুইট, ‘‘নিজেদের জীবন নিজেরাই বাঁচান। কারণ, প্রধানমন্ত্রী মূয়র নিয়ে ব্যস্ত।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ০৪:২০
Share:

রাহুল গাঁধী।

দেশে দৈনিক করোনা সংক্রমণ বাড়তে বাড়তে এক লক্ষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। গত দু’দিনে তা কিছুটা কমে ৯২ হাজারে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণের হার ৯ শতাংশের উপরে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে তাঁরই (প্রধানমন্ত্রী) ‘আত্মনির্ভর’ স্লোগানকে অস্ত্র করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দেশবাসীর উদ্দেশে তাঁর টুইট, ‘‘নিজেদের জীবন নিজেরাই বাঁচান। কারণ, প্রধানমন্ত্রী মূয়র নিয়ে ব্যস্ত।’’

Advertisement

তাঁর সরকারি বাসভবনে ময়ূরকে খাওয়ানোর ছবি-ভিডিয়ো সম্প্রতি টুইটারে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। আজ সংসদের বাদল অধিবেশন শুরুর আগে মোদীকে কটাক্ষ করে রাহুলের টুইট, ‘‘চলতি সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ১০ লক্ষের বেশি হতে পারে। এক ব্যক্তির অহঙ্কারের ফল অপরিকল্পিত লকডাউন, তার জেরেই দেশে করোনা ছড়িয়ে পড়েছে। মোদী সরকার বলছে, আত্মনির্ভর হয়ে উঠুন। অর্থাৎ নিজেদের জীবন নিজেরাই বাঁচান। কারণ, প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত।’’

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯২ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। ওই সময় করোনায় মৃত্যু হয়েছে ১১৩৬ জনের। সুস্থের হারে অবশ্য সামান্য স্বস্তি মিলছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মোট করোনা আক্রান্তের ৭৮ শতাংশ সেরে উঠেছেন। একটি ওয়েবসাইটে বলা হয়েছে, দেশে দৈনিক সংক্রমণ দুই থেকে আড়াই লক্ষেও পৌঁছতে পারে।

Advertisement

কোভিড-১৯ থেকে সেরে ওঠার পরেও অনেকের গলা ব্যথা, ক্লান্তি, কাশির মতো সমস্যা থেকে যাচ্ছে। সেগুলি দূর করতে কিছু নিয়মবিধি মেনে চলার পরামর্শ দিল আয়ুষ মন্ত্রক। তাতে বলা হয়েছে, করোনা-মুক্তির পরেও মাস্ক পরা, হাত ধোয়া আবশ্যিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement