National News

৫২ নিয়েই লড়ে যাব, বললেন রাহুল, সংসদে কংগ্রেস নেত্রী সনিয়াই

রাহুলের দাবি, বিজেপির বিরুদ্ধে দ্বৈরথে কংগ্রেসের ৫২ জনই যথেষ্ট শক্তিধর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ১৪:৩৮
Share:

মাত্র ৫২ সাংসদের পুঁজি নিয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নামতে উদ্যমী রাহুল যেন আরও দৃঢ়প্রতিজ্ঞ। ছবি: সংগৃহীত।

৩০৩ বনাম ৫২! লড়াইটা অসম হলেও হাল ছাড়তে নারাজ কংগ্রেস। বিজেপি-র বিরুদ্ধে নতুন উদ্যমে রাজনৈতিক ময়দানে নামতে চায় রাহুল গাঁধীর দল। তাই ৫২ জন সাংসদ নিয়েই ‘বিজেপির বিরুদ্ধে প্রতি দিন লড়াই হবে’ বলে জানিয়ে দিলেন তিনি।

Advertisement

একই সঙ্গে রাহুলের দাবি, বিজেপির বিরুদ্ধে দ্বৈরথে কংগ্রেসের ৫২ জনই যথেষ্ট শক্তিধর। তাঁর কথায়, “আমাদের ৫২ জন সাংসদ। কথা দিচ্ছি, বিজেপির বিরুদ্ধে লড়াইতে প্রতি ইঞ্চিতে এই ৫২ সাংসদই লড়াই করবেন। বিজেপিকে প্রতি দিন লাফাতে বাধ্য করতে আমরা এ ক’জনই যথেষ্ট।”

শনিবার কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হন সনিয়া গাঁধী। নয়াদিল্লিতে এ দিনের সংসদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভায় সদ্য নির্বাচিত ৫২ জন-সহ রাজ্যসভায় দলের সাংসদেরা। এই বৈঠকে দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করার দাওয়াইও দেন কংগ্রেস সভাপতি রাহুল। জানালেন, কংগ্রেসকে পুনরুজ্জীবিত হতে হবে। সে কাজটি তাঁরা করতে পারেন বলেও দাবি রাহুলের। তাঁর কথায়, “প্রত্যেক কংগ্রেস সদস্যের মনে রাখা উচিত যে, আপনারা সংবিধানের হয়ে লড়ছেন, ভারতের প্রতিটি মানুষের বিশ্বাস বা গায়ের রং যা-ই হোক না কেন, তাঁদের প্রত্যেকের হয়ে লড়াই চালাচ্ছেন।”

Advertisement

আরও পড়ুন: রাজনাথকে সরিয়ে অমিতকেই কার্যত সরকারের দু’নম্বর করলেন মোদী

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে ঝড় তুলে দ্বিতীয় বার ক্ষমতা দখল করেছেন নরেন্দ্র মোদী। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি একাই ৩০৩টির দখল নিয়েছে। সেখানে কংগ্রেসের ঝুলিতে রয়েছেন মাত্র ৫২ জন সাংসদ। নির্বাচনে দলের এই ভরাডুবির পর সভাপতির পদ থেকেই সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল। তাঁকে বোঝাতে কোনও কসুর করেননি শীর্ষ নেতারা। তবে নিজের পদে থাকতে অনীহা দেখিয়েছেন রাহুল। রাহুলের ইস্তফায় দলের হাল কে ধরবেন, তা নিয়েও জল্পনা শুরু হয় রাজনৈতিক শিবিরে। যদিও এ নিয়ে কোনও ঘোষণা করেনি কংগ্রেস। এই আবহে ফের বিজেপি-র বিরুদ্ধে দলকে চাঙ্গা করার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল। যা বিশেষ অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনকি, নির্বাচনের পরে প্রথম বার বিজেপি-কে আক্রমণ করলেন রাহুল। লোকসভায় সংখ্যার বিচারে বিজেপি-র তুলনায় নগণ্য হলেও মানসিকতায় দলীয় সাংসদদের আরও আক্রমণাত্মক হওয়ার বার্তা দিলেন তিনি। সেই সঙ্গে আত্মানুসন্ধানেরও কথা উল্লেখ করেন। রাহুল বলেন, “ওরা ঘৃণা এবং দ্বেষ নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। আমাদের আক্রমণাত্মক হতে হবে। এবং নিজেদের তলিয়ে দেখার, চাঙ্গা হওয়ার সময় এসেছে।”

আরও পড়ুন: সন্ন্যাসী থেকে অভিনেত্রী, চমকে দেবে মোদী মন্ত্রিসভার মহিলা ব্রিগেডের পোর্টফোলিও

আরও পড়ুন: বাবা চা শ্রমিক, কাকা ঠেলাচালক, কচু-শাক বিক্রি করে দিন কাটত মোদী মন্ত্রিসভার এই নতুন মন্ত্রীর

মাত্র ৫২ সাংসদের পুঁজি নিয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নামতে উদ্যমী রাহুল যেন আরও দৃঢ়প্রতিজ্ঞ। দলের সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “যদি পুরনো মুখেরাই এখানে থাকেন তবে আমি খুশি হব। এবং আদর্শগত ভাবে তাঁরা আমাদের সঙ্গে রয়েছেন।” নিজের ভাষণে রাহুল জানিয়েছেন, লোকসভায় এখনও তাঁর দলের ৫২ জন সাংসদ রয়েছেন। এবং তাঁদের নিয়েই বিজেপি-র বিরুদ্ধে লড়াই হবে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement