রাহুল গাঁধী এবং নরেন্দ্র মোদী।
ভোটের আগে নরেন্দ্র মোদীর হিন্দুত্বের পালের হাওয়াও কেড়ে নিতে চাইলেন রাহুল গাঁধী। আজ লোকসভায় মোদীর সামনেই রাহুল বললেন, ‘‘ধর্ম মানে কী, শিবজি মানে কী, হিন্দু হওয়ার মানে কী, নরেন্দ্র মোদীর কাছে শিখেছি এ সব। এর জন্য তাঁকে আমি ধন্যবাদ দিতে চাই।’’
কংগ্রেস রাহুলের এই মন্তব্যকে মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছে। দলের নেতাদের বক্তব্য, লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে উগ্র হিন্দুত্বের তাস খেলতে চাইছেন মোদী। ধর্ম নিয়ে মাতামাতি করতে চাইছেন। তার আগে রাহুল বুঝিয়ে দিলেন, আসল হিন্দু মোদী নন, তিনিই। মোদী, বিজেপি এবং আরএসএসের নেতারা যেটিকে তাদের কুক্ষিগত বলে মনে করেন।
প্রত্যাশিত ভাবে বিজেপি নেতারা উল্টো ব্যাখ্যাই করছেন রাহুলের মন্তব্যের। তাঁদের বক্তব্য, ধর্মের ব্যাপারে রাহুল আসলে পরিযায়ী পাখি। সুযোগ বুঝে কখনও হিন্দু হন, কখনও মুসলিম। রাহুল আজ যা বলেছেন তার অর্থ, এত দিন এ সবের অর্থ তিনি জানতেন না! অথচ গুজরাত ভোটের সময় তিনিই হয়ে উঠেছিলেন পৈতেধারী হিন্দু! গত কয়েক দিন ধরে এই রাহুল বলে আসছেন, কংগ্রেস মুসলমানদের দল। সেই ক্ষতে প্রলেপ দিতেই এখন ফের নিজেকে হিন্দু বলে প্রতিপন্ন করতে হচ্ছে তাঁকে।
কংগ্রেস নেতাদের পাল্টা দাবি, কংগ্রেস সব ধর্মের দল। সকলকে নিয়ে চলে। বিজেপি জানেই না আসল ধর্মনিরপেক্ষতা কী? হিন্দু হওয়ার অর্থ কী?