Rahul Gandhi on Hathras

হাথরসকাণ্ডে কম ‘ক্ষতিপূরণ’ যোগীর? চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কর্তব্য বোঝালেন রাহুল

গত মঙ্গলবার হাথরসে এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শিশু এবং মহিলা-সহ শতাধিক ভক্তের। সেই ঘটনার দিন কয়েকের মধ্যেই হাথরসে এসে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১৪:৫৪
Share:

হাথরসে নিহতদের পরিবারের সঙ্গে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

হাথরস-আক্রান্তদের সাহায্যের ক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আরও উদার হওয়ার অনুরোধ জানালেন রাহুল গান্ধী। একটি চিঠি দিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল লিখেছেন, ‘‘এই সন্তাপদিনে আমাদের সম্মিলিত সাহায্য এবং সমবেদনাই ওঁদের পাথেয়।’’ শুধু তা-ই নয়, হাথরসে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কী করা উচিত, সে ব্যাপারে যোগীকে লেখা ওই চিঠিতে পরামর্শও দিয়েছেন উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ।

Advertisement

গত মঙ্গলবার হাথরসে এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শিশু এবং মহিলা-সহ শতাধিক ভক্তের। সেই ঘটনার দিন কয়েকের মধ্যেই হাথরসে এসে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়ে ক্ষতিপূরণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন কংগ্রেস সাংসদ। একই সঙ্গে চিঠির একটি প্রতিলিপি জনগণের জন্য পোস্ট করেছেন নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলেও।

রাহুল লিখেছেন, ‘‘আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলে ওঁদের সমস্যার কথা জানলাম। ওঁদের শোক, সন্তাপ, বেদনা রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি। আমি জানি এই পরিবারগুলির যা ক্ষতি হয়েছে, তা কোনও সাহায্যই পূরণ করতে পারবে না।’’ এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশ সরকারকে চিঠিতে তাঁর অনুরোধ, ‘‘নিহতদের পরিবারের জন্য যে অর্থসাহায্য ঘোষণা করা হয়েছে, তা অত্যন্ত কম। আমার অনুরোধ, ওই এককালীন অর্থসাহায্যের অঙ্ক আরও বাড়িয়ে দিক উত্তরপ্রদেশ সরকার। দ্রুত যাতে সেই অর্থ তাঁরা হাতে পান, সেই ব্যবস্থাও করতে হবে।’’ এ ছাড়াও আহতদের যথোপযুক্ত চিকিৎসা যাতে হয়, তার জন্য সুপারিশও করেছেন রাহুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement