Rahul Gandhi

মোদী চোরেদের চৌকিদার: রাহুল

নরেন্দ্র মোদী ‘চোরেদের চৌকিদার’। নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ‘তাদের কালো টাকা সাদা করানোর ব্যবস্থা’ করেছেন তিনি। মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ভাষাতেই সুর চড়ালেন রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ০২:২৭
Share:

বিরতি: প্রচারের মাঝে খুদের সঙ্গে রাহুল গাঁধী। পাশে সচিন পায়লট। রাজস্থানের ভরতপুরে। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদী ‘চোরেদের চৌকিদার’। নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ‘তাদের কালো টাকা সাদা করানোর ব্যবস্থা’ করেছেন তিনি। মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ভাষাতেই সুর চড়ালেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, মোদী এক টাকাও কৃষি ঋণ মকুব করেননি। অথচ কাছের শিল্পপতিদের প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা ছাড় দিয়েছেন। প্রধানমন্ত্রীকে আরও চাপে ফেলতে রাহুল তাই কৃষকদের দিল্লিতে এনে ‘সংসদ-ঘেরাও’ অভিযানের পরিকল্পনা নিয়েছেন। বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা নেতা নানা পাটোলেকে দলের ‘কিষাণ খেত মজদুর’ শাখার প্রধানের দায়িত্ব দিয়েছেন রাহুল। পাটোলে আজ বলেন, ‘‘২৩ অক্টোবর কৃষকদের নিয়ে ‘সংসদ ঘেরাও’ হবে।’’

Advertisement

আজ পূর্ব রাজস্থানের ঢোলপুর জেলায় প্রায় দেড়শো কিলোমিটার রোড শো করে মোদী ও বসুন্ধরা রাজেকে নিশানা করেন রাহুল। আর মধ্যপ্রদেশে ভোট প্রচারে গিয়ে পাল্টা আক্রমণে নামেন বিজেপি সভাপতি অমিত শাহ। একের পর এক সভায় রাহুল বোঝাতে চান চাষিদের দুর্দশা মেটানোর প্রশ্নে হেলদোল নেই মোদী সরকারের। বরং মোদীর বিভিন্ন সিদ্ধান্তে ছোট ব্যবসায়ী, সাধারণ মানুষের জীবন-জীবিকায় চরম সঙ্কট নেমে এসেছে। দুর্নীতি গ্রাস করেছে সরকারকে। বারিতে রাহুল বলেন, ‘‘মোদীজি বলেছিলেন, প্রধানমন্ত্রী নন, চৌকিদার হতে চান। কিন্তু সেই কথা নিয়ে মানুষ এখন হাসাহাসি করছে। কারণ, উনি কাকে রক্ষা করতে চান, সেটা বলেননি। মানুষ এখন দেখছে, অনিল অম্বানীকে রক্ষা করা হচ্ছে। বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোক্সীদের সঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক রেখেছেন মোদীজি। মেহুল চোক্সীকে তিনি ‘মেহুল ভাই’ ডাকেন।’’ আর ললিত মোদীর প্রসঙ্গ টেনে রাহুলের অভিযোগ, বসুন্ধরা রাজের ছেলে দুষ্মন্তকে টাকা দিয়েছিলেন ললিত।

ভোটের প্রচারে এ দিন রাহুলের অস্ত্র ছিল রাফাল। তাঁর মন্তব্য, ‘‘মোদীজি হ্যালকে পাশ কাটিয়ে অনিল অম্বানীকে দায়িত্ব দিলেন। যাঁর ঋণের অঙ্ক ৪৫ হাজার কোটি টাকা, জীবনে একটি বিমান বানানোরও অভিজ্ঞতা নেই।’’ কী কারণে ইউপিএ সরকারের ঠিক করা ১২৬ টি রাফাল বিমানের বরাত কমে ৩৬টিতে পৌঁছল, প্রতিটির দাম কেন ৫২৬ কোটি টাকা থেকে বেড়ে ১৬০০ কোটি টাকা হল, সে প্রশ্ন তোলেন রাহুল। আর শুধু ভোটের সভাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এ দিন মোদীকে নিশানা করেন কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ প্রসঙ্গ টেনে টুইট করেন, ‘‘বিনা পয়সায় কেউ ভাষণ দিতে পারে না। বড় বড় শিল্পপতিরা প্রধানমন্ত্রীর জন্য মার্কেটিং করছেন।’’

Advertisement

রাজস্থানে রাহুলের অভিযোগ, ব্যর্থ হয়েছে মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান। কারণ, মোবাইল আর টি-শার্ট আসছে সেই চিন থেকেই। তাঁর মন্তব্য, ‘‘আমি চাই মোবাইলে লেখা থাকুক ‘মেড ইন ঢোলপুর’। সেটা নিয়ে চিনে যখন কেউ নিজস্বী তুলবে, অবাক হয়ে ভাববে, জায়গাটা কোথায়! পর্যটক হিসেবে তাঁকে রাজস্থানে নিয়ে আসব। আপনাদের পকেটে টাকা ঢুকবে।’’

ক্ষমতায় ফেরা প্রসঙ্গে কংগ্রেস সভাপতির আশা নিয়ে জবাব দিয়েছেন অমিত শাহ। মধ্যপ্রদেশের শিবপুরীতে একটি সভায় তাঁর কটাক্ষ, ‘‘রাহুল বাবার উচিত দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ করা। কংগ্রেসের যা হাল, তাতে কিছু দিনের মধ্যে বাইনোকুলার দিয়েও দেখা যাবে না।’’ অমিত এ দিনও অনুপ্রবেশকারীদের তুলনা টানেন উইপোকার সঙ্গে। বলেন, ‘‘এরা দেশের যুবকদের কেড়ে নিচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement