national news

‘লাদাখে কি সত্যিই চিনা সেনা ঢুকেছে’, রাজনাথকে প্রশ্ন রাহুলের

শায়েরির লড়াই শুরু হয় সোমবার সন্ধ্যায় অমিতের একটি টুইটকে কেন্দ্র করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ১০:৫৯
Share:

রাজনাথ সিংহকে সরাসরি প্রশ্ন রাহুল গাঁধীর। -ফাইল ছবি।

দেশের সীমান্ত-সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে বিঁধতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের শায়েরির লড়াই হল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। টুইটারে। তার পর কাব্য ছেড়ে রাজনাথের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন রাহুল, “লাদাখের ভারতীয় ভূখণ্ডে কি চিনা সেনা সত্যি সত্যিই ঢুকেছে?’’

Advertisement

শায়েরির লড়াই শুরু হয় সোমবার সন্ধ্যায় অমিতের একটি টুইটকে কেন্দ্র করে। অমিত লেখেন, “ভারতের প্রতিরক্ষা নীতি বিশ্বের স্বীকৃতি পেয়েছে। গোটা বিশ্ব জানে, আমেরিকা ও ইজরায়েলের পর যদি আর কোনও দেশ তার সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রাখতে পারে, তাহলে সেটা ভারতই।’’

এর পরেই অমিতের মন্তব্যকে বিঁধতে তাঁর টুইটে উর্দু কবি মির্জা গালিবের একটি শায়েরির আশ্রয় নেন রাহুল। লেখেন, “সকলেই জানেন সীমা ছাড়াতে নেই। এটা মেনে চললেই তরতাজা থাকা যায়।’’ তার পর অমিতকে ‘শাহ-ইয়ার’ বলে রাহুল লেখেন, “ভাবনাটা ভালই।’’

Advertisement

অমিতকে দেওয়া রাহুলের জবাবের প্রেক্ষিতে কিছু ক্ষণের মধ্যেই কংগ্রেসকে খোঁচা দিয়ে টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী। টুইটে কংগ্রেসের প্রতীক ‘হাত’ চিহ্নকে কটাক্ষ করে রাজনাথ লেখেন, ‘‘হাতে ব্যথা হলে,তার চিকিৎসা করানো যায়। কিন্তু হাতই যদি ব্যথার কারণ হয়ে ওঠে, তা হলে আর কী-ই বা করার থাকে?’’ মনজর লখনভির শায়েরির ‘হৃদয়’ শব্দের বদলে ‘হাত’ বসিয়ে ওই টুইট করেন রাজনাথ।

আরও পড়ুন- শাহের সভার আগে নেট বিঘ্নিত করার অভিযোগ তুলে রাজভবনে বিজেপি

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত ২.৬৬ লক্ষ​

এর পরেই শায়েরির কাব্য ছেড়ে একেবারে প্রসঙ্গে ঢুকে পড়েন রাহুল। আরও একটি টুইটে। লেখেন, ‘‘যখন হাত প্রতীক নিয়েই মন্তব্য করলেন আরএম (রাজনাথ) তখন উনি কি জানাবেন, লাদাখের ভারতীয় ভূখণ্ডে কি চিনা সেনা সত্যি সত্যিই ঢুকেছে কি না?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement