বোঝাপড়ায় বিরল জুটি রাহুল ও প্রিয়ঙ্কা 

আলাদা ঘরে বসিয়ে প্রশ্ন করুন। তবু একই প্রশ্নে দু’জনের জবাবের ৮০ শতাংশ মিলে যাবে! এখনও! সম্প্রতি রাহুল গাঁধী নিজেই জানিয়েছেন এ কথা।

Advertisement

অগ্নি রায়

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৩
Share:

সহোদর: রায়বরেলীর একটি সভায় দাদার সঙ্গে প্রিয়ঙ্কা। —ফাইল চিত্র।

আলাদা ঘরে বসিয়ে প্রশ্ন করুন। তবু একই প্রশ্নে দু’জনের জবাবের ৮০ শতাংশ মিলে যাবে! এখনও! সম্প্রতি রাহুল গাঁধী নিজেই জানিয়েছেন এ কথা।

Advertisement

শুধু রাহুলই নন। গুঞ্জনের জন্য প্রসিদ্ধ রাজধানীর রাজনৈতিক চণ্ডীমণ্ডপে আজ পর্যন্ত রাহুল আর প্রিয়ঙ্কা বঢরার মনের অমিল নিয়ে জল্পনার অবকাশই তৈরি হয়নি কখনও। গাঁধী পরিবারকে উঠতে বসতে আক্রমণ করা বিজেপি-ও এ ব্যাপারে সুবিধা করতে পারেনি।

ভারত তথা এশিয়ার রাজনৈতিক ইতিহাসে (আন্তর্জাতিক ক্ষেত্রেও) এই অপু-দুর্গার মতো ব্র্যান্ড যথেষ্ট বিরল— এমনই মনে করছেন সংশ্লিষ্ট শিবির। অমেঠী আসনে রাহুলের প্রথম লড়াইয়ের সময় প্রায়শই ছায়াসঙ্গী হিসাবে থাকতে দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে। তাঁর উজ্জ্বল হাসি নিয়ে। আজও রাহুলের পাশে একইভাবে তিনি, হাসির দ্যুতিও অম্লান। বাজারে হৈ চৈ ফেলে দিয়েছে যে গ্রাফিক নভেলটি (ছোট্ট প্রিয়ঙ্কার চোখে ঠাকুমা ইন্দিরা গাঁধী) সেখানেও দুই বালক-বালিকার যৌথ যাপন, রোজ রাতে ঠাকুমাকে নিয়ে কথাবার্তা — আজও বহমান।

Advertisement

অথচ সহোদরেরা রাজনৈতিক ক্ষমতায় এলে যুযুধান হয়ে উঠবেন, এটাই যেন দস্তুর। ডিএমকে-র স্ট্যালিন এবং কানিমোজির সম্পর্কের তিক্ততা চোখ এড়ায় না। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতে প্রকাশ্য লড়াই কিছুদিন আগেও সংবাদমাধ্যমের প্রিয় বিষয় ছিল। রাজীব গাঁধীরই ঘনিষ্ঠ বন্ধু বেনজির ভুট্টোর দ্বিতীয় দফার প্রধানমন্ত্রিত্বের সময় তাঁর একবছরের ছোটভাই মুর্তাজাকে করাচিতে হত্যা করেছিল পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রের গন্ধ ছিল তাতে। ভারতের আর এক প্রতিবেশী শ্রীলঙ্কার পঞ্চম প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারতুঙ্গার সঙ্গে তাঁর ভাই এবং সে দেশের সংসদের স্পিকার আরুনা বন্দরনায়েকের সম্পর্ক আগাগোড়া তিক্ত, যার ছাপ পড়েছে সে দেশের রাজনীতিতেও।

প্রাচীন মিশর বা মোগল বংশেও ভাইবোনের সমন্বয়ের ছবি পাওয়া যাচ্ছে কোথায়? খ্রিস্টপূর্ব ৪৯-এ ভ্রাতা টলেমিকে সিংহাসন থেকে সরিয়ে জুলিয়াস সিজারের সঙ্গে জোট করে রাজত্ব দখল করেছিলেন ক্লিওপেট্রা। সিংহাসন ফিরে পেতে যুদ্ধ করেছিলেন টলেমি, পরিণামে নীলনদে ডুবে মরতে হয়েছিল। ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড এবং তাঁর প্রিন্স জনের বিরোধও সুবিদিত। ভাই শাহজাদা দারাশুকোর সঙ্গে ঔরঙ্গজেবের বৈরিতা মোগল সাম্রাজ্যে আস্থা এবং পরম্পরার ভিত কিছুটা নড়িয়ে দিয়েছিল বলেই মনে করেন অনেকে।

রাহুল নিজেই জানিয়েছেন, পারিবারিক ঝড়ঝাপটা দুজনের শৈশবকে কীভাবে এক সুতোয় বেঁধে রেখেছে। কংগ্রেসের প্রবীণ নেতারা মনে করেন, রাজীব গাঁধীর মৃত্যুর পর নিরাপত্তার প্রবল অভাব কৈশোরে এক রসায়ন গড়ে দিয়েছিল ভাই বোনের মধ্যে, যা ভবিষ্যতেও বদলায়নি। ঠাকুমা ইন্দিরা তাঁর প্রিয় নাতিনাতনির সঙ্গে দেশ-রাজধানী-রাজ্য মেলানোর খেলা খেলতেন। এক অর্থে রাহুল-প্রিয়ঙ্কার প্রথম রাজনৈতিক শিক্ষক তিনিই। উত্তরপ্রদেশের রাজনীতির মাঠে ভাই-বোনের সেই যুগলবন্দি

এ বার কতটা সফল হবে— এখন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement