দায়িত্ব গ্রহণের প্রায় তিন মাস পর জেলা কমিটির সভা করলেন ইউডিএফ সভাপতি আজিজুর রহমান তালুকদার। সভায় দলের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, বিধায়ক আব্দুল আজিজ খান উপস্থিত ছিলেন।
পরে ইউডিএফ সাংসদ রাধেশ্যামবাবু জানান, করিমগঞ্জ-হাইলাকান্দির উন্নয়নে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। করিমগঞ্জের মহিশাসন দিয়ে বাংলাদেশে ট্রেন পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছিলেন। বাংলাদেশ সরকার আপাতত পণ্যবাহী ট্রেন চালানোর অনুমতি দিয়েছে। অদূর ভবিষ্যতে করিমগঞ্জের সঙ্গে বাংলাদেশের যাত্রীবাহী রেল যোগাযোগ স্থাপিত হবে বলে আশাপ্রকাশ করেন সাংসদ।
করিমগঞ্জে পাসপোর্ট অফিস তৈরি করা নিয়ে বিদেশমন্ত্রীর কাছে তাঁর পাঠানো চিঠি দেখিয়ে সাংসদ বলেন, ‘‘করিমগঞ্জে পাসপোর্ট অফিসের দাবি নৈতিক। প্রতি দিন প্রায় শ’খানেক নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করেন। কিন্তু কাছাড় জেলার একাংশ মানুষ করিমগঞ্জে পাসপোর্ট অফিস তৈরির বিরোধিতা করছেন। করিমগঞ্জের বদলে ক্যান্সার হাসপাতাল তৈরি করা হচ্ছে শিলচরে। এ সব অত্যন্তই দুঃখজনক।’’
সাংবাদিক বৈঠকে দক্ষি্ণ করিমগঞ্জের বিধায়ক আব্দুল আজিজ খান অক্টোবর মাসে দলীয় নির্বাচন করা হবে বলে জানান। পাশাপাশি তিনি জানান, ১০৪ জন সদস্যকে নিয়ে করিমগঞ্জ জেলা ইউডিএফ কমিটি গঠন করা হয়েছে।