Delhi Assembly Election 2025

খয়রাতির যুদ্ধে বিজেপিও

আপ, কংগ্রেস ইতিমধ্যেই নানা উপহার ঘোষণা করেছে। বিজেপি সভাপতি জেপি নড্ডা আজ দিল্লির ভোটে ইস্তেহার প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছেন সেই খয়রাতিরই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৭:৪১
Share:

— প্রতীকী চিত্র।

ভোট জিততে বিভিন্ন দলের খয়রাতিকে একদা নরেন্দ্র মোদী ‘রেউড়ি’ বা তিল-গুড়ের মিষ্টি বিলি বলে কটাক্ষ করতেন। দিল্লিতেও বিজেপি কেজরীওয়ালের সরকারের বিরুদ্ধে রেউড়ি বা খয়রাতির রাজনীতি করার অভিযোগ তুলেছিল। সেই বিজেপিই দিল্লির ভোটে খয়রাতির প্রতিযোগিতায় নেমে পড়ল!

Advertisement

আপ, কংগ্রেস ইতিমধ্যেই নানা উপহার ঘোষণা করেছে। বিজেপি সভাপতি জেপি নড্ডা আজ দিল্লির ভোটে ইস্তেহার প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছেন সেই খয়রাতিরই। ফলে দিল্লি ভোট কার্যত ‘খয়রাতির প্রতিযোগিতা’ হয়ে উঠল বলে রাজনীতিকদের মত।

বিজেপি জানিয়েছে, জিতলে দিল্লির অন্তঃস্বত্তা মহিলাদের ২১ হাজার টাকা সাহায্য, ছ’টি পুষ্টিকর খাদ্যের প্যাকেট, প্রথম সন্তানের জন্য ৫ হাজার, দ্বিতীয় সন্তানের সময় ৬ হাজার টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে মহিলাদের মাসে ২,৫০০ টাকা, ৫০০ টাকা দামে রান্নার গ্যাসের সিলিন্ডার, বয়স্ক, বিধবাদের জন্য নানা প্রকল্পের পাশাপাশি বস্তি এলাকায় অটল ক্যান্টিন গড়ে ৫ টাকায় খাবার দেওয়ার কথাও বলেছেন নড্ডা।

Advertisement

এর পরেই কেজরী দাবি তুলেছেন, মোদীকে ক্ষমা চাইতে হবে। কারণ, মোদী এত দিন রেউড়ি বিলি নিয়ে কেজরীকে নিশানা করেছেন। কেজরী একই সঙ্গে বলেন, ‘‘মোদীর এ সবে অনুমোদন নেই। তাই নড্ডা ঘোষণা করেছেন। বিজেপি তো নড্ডার কথায় চলে না।’’ কেজরী আজ মোদীকে চিঠি লিখে দাবি করেছেন, দিল্লি মেট্রোয় পড়ুয়াদের নিখরচায় যাতায়াতের বন্দোবস্ত করতে কেন্দ্র ৫০ শতাংশ ছাড় দিক। দিল্লি সরকার ভোটের পরে ৫০ শতাংশ ছাড় দেবে। বাসেও পড়ুয়ারা নিখরচায় যাতায়াত করতে পারবেন।

কেজরী এ বার মহিলাদের ২১০০ টাকা মাসিক অনুদান ও বয়স্কদের নিখরচায় চিকিৎসায় সঞ্জীবনী প্রকল্পকে হাতিয়ার করছে। কংগ্রেস মহিলাদের জন্য ২,৫০০ টাকা, সকলের জন্য ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, ৫০০ টাকায় সিলিন্ডার, মাসে এক ব্যাগ রেশন, ৩০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ, বেকারদের জন্য মাসে ৮,৫০০ টাকা ভাতার মতো গ্যারান্টি ঘোষণা করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement