Python

Snake bite: কমোডে বসতেই নিতম্বে সর্পদংশন!

চিৎকার করে কমোড ছেড়ে সারবি উঠতেই দেখেন, তাঁর নিতম্বে কামড়ে ধরে আছে একটি পাইথন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ১৭:২৭
Share:

প্রতীকী ছবি।

শৌচকর্ম করার সময় তাঁর নিত্য দিনের অভ্যাস ১৫ মিনিট ভিডিয়ো গেম খেলার। তেমনই এক দিন সকালে শৌচকর্মের সময় ভিডিয়ো গেমে মগ্ন ছিলেন মালয়েশিয়ার বাসিন্দা সাবরি তাজালি। হঠাৎই নিতম্বে জোর কামড় অনুভব করলেন তিনি। চিৎকার করে কমোড ছেড়ে সারবি উঠতেই দেখেন, তাঁর নিতম্বে কামড়ে ধরে ধরে আছে একটি পাইথন। জোর ঝাঁকুনি দিতেই সেটি পড়ে যায়। এর পরই স্নেকক্যাচারদের খবর দেন তিনি।

ঘটনাটি সপ্তাহখানেক আগের। নিউজউইক-কে সাবরি জানিয়েছেন, দিন দুয়েক আগে তিনি দেখেন, সাপের দাঁতের টুকরো নিতম্বে আটকে রয়েছে। ফের চিকিৎসকের কাছে ছোটেন তিনি। সাবরি জানিয়েছেন, সাপটি বিষাক্ত না হওয়ায় এ যাত্রায় বেঁচে গিয়েছেন।

Advertisement

সাবরি আরও জানিয়েছে, জোরে ঝাঁকুনি দেওয়া সাপটি ছিটকে পড়েছিল ঠিকই, কিন্তু সেটির দাঁত ভেঙে আটকে ছিল। তিনি আরও জানান, সেই ঘটনার পর কমোড বদলে ফেলেছেন। সাদা রঙের কমোড বসিয়েছেন। তবে এখনও পুরোপুরি সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারেনননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement