দীপ সিধু ফাইল চিত্র
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পঞ্জাবি অভিনেতা দীপ সিধু। ২০২১ সালে কৃষক আন্দোলন চালকালীন তাঁর নাম শিরোনামে আসে। জানা গিয়েছে, সন্ধ্যায় দিল্লির ভাতিন্দা থেকে পঞ্জাবের দিকে রওনা দিয়েছিলেন তিনি। হরিয়ানার খারখোদায় ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে।
গুরুতর আহত সিধুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রাজধানীতে তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন সংবাদ শিরোনামে আসেন দীপ সিধু। ২৬ জানুয়ারি লালকেল্লায় পতাকা উত্তোলনকে কেন্দ্র হিংসাত্মক ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৩,২২৪ পাতার চার্জশিট পেশ করে পুলিশ। পরে জামিনে মুক্তি পান সিধু।
পঞ্জাবি চলচ্চিত্রে জনপ্রিয় নাম ছিলেন দীপ সিধু। ২০১৫ সালে পঞ্জাবি চলচ্চিত্র 'রামতা যোগী' দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। যেখানে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তী কালে তিনি একাধিক ছবিতে অভিনয় করেন।