Punjab

মানুষ নাকি ভীনগ্রহী, শারীরিক গঠনের জন্য লাগাতার বিদ্রুপের শিকার যুবক

পঞ্জাবের হরিয়ানা নিবাসী যুবক অংশু কুমার। শরীরের তুলনায় মাথার আকৃতি বেশ বড়। আর এই জন্য লাগাতার তাঁকে ভিনগ্রহী বলে হেনস্থার শিকার হতে হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:৫০
Share:

নিজের বাড়িতে অংশু কুমার।

পঞ্জাব নিবাসী যুবক অংশু কুমার। শরীরের তুলনায় মাথার আকৃতি বেশ বড়। আর এই জন্য লাগাতার তাঁকে ভিনগ্রহী বলে হেনস্থার শিকার হতে হচ্ছে। এমনই একটি ঘটনা সামনে এসেছে সম্প্রতি।

Advertisement

কোন রোগের কারণে ২২ বছরের যুবক অংশুর এমন অবস্থা, তা এখনও বুঝে উঠতে পারছেন না চিকিৎসকেরা। মাথার এমন আকৃতির জন্য অংশুর চোখগুলি ছোট ও সরু এবং তা প্রায় সরে এসেছে তার কানের কাছে। মাথার উপরে ঠিক মাঝামাঝি জায়গায় হালকা একফালি চুল।

স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন অংশু। মাসিক আয় মাত্র চার হাজার টাকা। আর্থিক অবস্থা ভাল না হওয়ার কারণে বড় চিকিৎসকের কাছেও দেখাতে পারছেন না তিনি। তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে।

Advertisement

আরও পড়ুন: ‘স্যার, আমি এলিয়েন দেখেছি’, পুণের যুবক চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

শুদের সঙ্গ খুবই পছন্দ অংশুর। কিন্তু তাঁর এই রূপের জন্যই কেউই তাঁর সঙ্গে কথা বলতে সাহস পায় না বলে জানিয়েছেন তিনি। বরং জোটে ‘এলিয়েন’ বিদ্রুপ। তবে জীবন নিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয়নি তাঁর। মন থেকে কারও প্রেমে পড়তে চান তিনি। চিকিৎসা করে সুস্থ হয়ে গেলে, বিয়ে করে সংসার করারও স্বপ্ন দেখেন অংশু।

আরও পড়ুন: ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ অনুপম খেরের পুলিশি নিরাপত্তা দাবি বিজেপি-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement