Bhagwant Mann

দিল্লিতে আপনাদের ক’জন যেন বিধায়ক? পঞ্জাবের কংগ্রেস সভাপতিকে পাল্টা খোঁচা ভগবন্ত মানের

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটের হার আগের তুলনায় বৃদ্ধি পেলেও এ বারেও কোনও আসন পায়নি কংগ্রেস। মনে করা হচ্ছে, সেই দিকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন মান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৪
Share:
(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মান (ডান দিকে)।

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং ভগবন্ত মান (ডান দিকে)। —ফাইল চিত্র।

দিল্লির বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর মাঝে কেটে গিয়েছে তিন দিন। তার পরেও অবশ্য চাপানউতর চলছে কংগ্রেস এবং আপের মধ্যে। সম্প্রতি পঞ্জাবের প্রদেশ কংগ্রেসের তরফে দাবি করা হয়, সে রাজ্যের শাসকদল আপের প্রায় ৩০ জন বিধায়ক হাত শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। আপ বিধায়কদের দলবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাল্টা কংগ্রেসকেই আক্রমণ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতাপ সিংহ বাজওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনাদের দিল্লিতে যেন কত জন বিধায়ক রয়েছে? দয়া করে গুনে দেখুন।”

Advertisement

প্রসঙ্গত, দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটের হার আগের তুলনায় বৃদ্ধি পেলেও এ বারেও কোনও আসন পায়নি কংগ্রেস। মনে করা হচ্ছে, সেই দিকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন মান। দিল্লির ভোটে ভরাডুবির পরেই পঞ্জাবের বিধায়কদের নিয়ে বৈঠকের ডাক দেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। বৈঠকে যোগ দিতে দিল্লির কপূরথলা ভবনে হাজির হন পঞ্জাবের ৯১ জন বিধায়ক। বৈঠকে যোগ দেন দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসৌদিয়াও।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মান বলেন, “আমরা একসঙ্গে কাজ করব। কাজের জন্যই আমাদের দলের পরিচিতি। আজকের বৈঠকে স্থির হয়েছে যে, আগামী দু’বছরে আমরা পঞ্জাবকে মডেল রাজ্য হিসাবে গড়ে তুলব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement