Suicide

Suicide: অতিমারির কারণে হয়নি চাকরির ইন্টারভিউ, সুইসাইড নোট লিখে পুণেতে আত্মঘাতী যুবক

পুলিশ জানিয়েছে, স্বপ্নিলের ঘরে থেকে যে লেখা উদ্ধার হয়েছে তাতে লেখা রয়েছে, ‘আমার আত্মবিশ্বাস ক্রমে টলে যাচ্ছে।’

Advertisement

সংবাদ সংস্থা

পুণে শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৬:১৩
Share:

প্রতীকী ছবি।

সুইসাইড নোটে লেখা, ‘সবই মায়াজাল। এই ফাঁদ এড়িয়ে চলো। বয়স যত বাড়ছে, বোঝা ততই বাড়ছে।’

Advertisement

বুধবার পুণের এক যুবকের ঘর থেকে এই সুইসাইড নোটটি উদ্ধার করেছিল পুলিশ। সুইসাইড নোটের পাশেই উদ্ধার হয় ওই যুবকের দেহ।

কেন আত্মহ্যতা করতে গেলেন যুবক? কীসেরই বা মায়াজাল? তদন্তে নেমে পুলিশ জানতে পারে বছর চব্বিশের এই যুবক চাকরি না পেয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

পুণের হাদাপসার এলাকার বাসিন্দা ওই যুবকের নাম স্বপ্নিল লোঙ্কার। মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রিলিমিনারি পরীক্ষাতে পাশও করেছেন। বাকি রয়েছে ইন্টারভিউ। কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে গিয়েছে।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ২০১৯-এ মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন-এ পরীক্ষা দেন স্বপ্নিল। প্রিলিমিনারি এবং মেন দু’টি পরীক্ষাই পাশ করেন তিনি। কিন্তু ইন্টারভিউ না হওয়ায় মনে মনে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বপ্নিলের পরিবারের। কিন্তু তিনি যে এই চরম পদক্ষেপ নেবেন সেটা ঘুণাক্ষরেও আঁচ পাননি তাঁর পরিবার।

পুলিশ জানিয়েছে, স্বপ্নিলের ঘরে থেকে যে লেখা উদ্ধার হয়েছে তাতে লেখা রয়েছে, ‘আমার আত্মবিশ্বাস ক্রমে টলে যাচ্ছে। দু’বছর হয়ে গেল চাকরির পরীক্ষায় পাশ করেছি। মাথার উপর বিশাল ঋণের বোঝা। বেসরকারি চাকরি করে তা মেটানো সম্ভব নয়। যদি কোভিড না আসত, তা হলে সব পরীক্ষাই হতো। জীবনটাই অন্য রকম হতো।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement