COVID-19

পুণেতে করোনা-আক্রান্তদের দ্রুত হাসপাতালে পৌঁছতে তৈরি ‘জুগাড় অ্যাম্বুল্যান্স’

কোভিড পরিস্থিতি সামাল দিতে এই উদ্যোগ নিয়েছেন এক চিকিৎসক-সহ স্থানীয় অটোচালকরা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৭:৪১
Share:
Advertisement

মহারাষ্ট্রের পুণেতে চালু হয়েছে ‘জুগাড় অ্যাম্বুল্যান্স’ পরিষেবা। ১০০টি অটোকে অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করা হয়েছে। কোভিড পরিস্থিতি সামাল দিতে এই উদ্যোগ নিয়েছেন এক চিকিৎসক-সহ স্থানীয় অটোচালকরা। করোনা আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ উদ্যোগ বলে জানানো হয়েছে। এর মধ্যে ৩টি অটোয় অক্সিজেন সিলিন্ডারের বন্দোবস্ত রয়েছে। ওই ‘অ্যাম্বুল্যান্স-চালক’দের ব্যক্তিগত সুরক্ষাবিধি মেনে চলার পাশাপাশি প্রয়োজনে রোগীকে অক্সিজেন সহায়তা দেওয়ার জন্য প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই ‘জুগাড় অ্যাম্বুল্যান্স’ পরিষেবার ভাড়া সাধারণ অ্যাম্বুল্যান্সের তুলনায় অনেক কম। এ ছাড়া কোনও গুরুতর অসুস্থ রোগীর যদি আর্থিক ক্ষমতা না থাকে সে ক্ষেত্রে ওই অটোচালকরা বিনামূল্যে তাঁকে হাসপাতালে পৌঁছে দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement