পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে ডেকে পাঠাল ইসলামাবাদ।
ক্রমশ জটিল এবং উত্তপ্ত হচ্ছে ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক।
আগেই ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছে দিল্লি। এ বার নয়াদিল্লি থেকে পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে ডেকে পাঠাল ইসলামাবাদ। পরিস্থিতি পর্যালোচনার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের উপর থেকে ‘মোস্ট ফেভার্ড নেশন’ (এমএফএন)-এর মর্যাদা তুলে নেওয়ার পর পাক বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, সময় নিয়ে তাঁরা জবাব দেবেন। আবেগের বশে নয়।
পাক হাইকমিশন সূত্রের খবর, রণকৌশলগত ভাবে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি জবাব দেওয়ার বিষয়টি নিয়ে পাকিস্তান শীর্ষস্তরে আলোচনা চালাচ্ছে।