ডনের মৃত্যুতে ছড়াল তাণ্ডব

নাগৌরে ইন্টারনেটও বন্ধ। মিছিলের ডাক দিয়েছেন শ্রী রাজপুত কার্নি সেনা।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০২:৫৯
Share:

প্রতীকী ছবি।

পুলিশের সঙ্গে সংঘর্ষে রাজপুত ডন আনন্দপাল সিংহের মৃত্যুর জেরে হিংসা ছড়াল রাজস্থানের নাগৌরে।

Advertisement

রাজপুত এবং জাঠদের লড়াইয়ে নিজের গোষ্ঠীর হয়ে বরাবর লড়েছে আনন্দপাল। ফলে রাবণ রাজপুত গোষ্ঠীর একাংশের মধ্যে সে জনপ্রিয় ছিল। গত ২৪ জুন চুরু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় আনন্দপাল। গত কাল সন্ধ্যায় আনন্দপালের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে নাগৌর জেলায় আনন্দপালের গ্রাম সানভ্রাদে মিছিল বার করে এক রাজপুত গোষ্ঠী। তাতে যোগ দেন প্রায় ৫০ হাজার মানুষ। তদন্ত না হলে তাঁরা আনন্দপালের দেহের সৎকার করবেন না বলে জানান। কিছু ক্ষণ পরেই সেই মিছিল পুলিশ-জনতায় খণ্ডযুদ্ধের চেহারা নেয়। অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছোড়েন। পুলিশকর্মীদের অস্ত্রও কেড়ে নেন। সংঘর্ষে হরিয়ানার বাসিন্দা লালচাঁদ শর্মা নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন ২০ জন পুলিশকর্মী-সহ আরও ৩১ জন। তাঁদের জয়পুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সানভ্রাদে জারি হয়েছে কার্ফু। নাগৌরে ইন্টারনেটও বন্ধ। মিছিলের ডাক দিয়েছেন শ্রী রাজপুত কার্নি সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement